অরুণাচল প্রদেশে চলমান সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জন্য আজ ছিলো বাঁচা-মরার লড়াই। মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে ২-২ গোলের ড্রয়ের ফলে আজ ভুটানের বিপক্ষে জয়ের বিকল্প ছিলো না ফয়সাল-মোর্শেদদের। গত ম্যাচে প্রথমে দুই গোলের লিড পায় বাংলাদেশ, কিন্তু দ্বিতীয়ার্ধে সব এলোমেলো করে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়। কিন্তু আজ আর সেই ভুল হয়নি। ভুটানকে ৩-০ গোলে পরাজিত করে সাফের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা।

ম্যাচের শুরু থেকে নিয়ন্ত্রণ নেয় ভুটানের খেলোয়াড়রা। বিশেষ করে বাম প্রান্ত থেকে দলের অধিনায়ত থিন লে কয়েক দফা বাংলাদেশের গোলমুখে আক্রমণ চালায়। কিন্তু স্রোতের বিপরীতে ম্যাচের ১৩ তম মিনিটে লিড নেয় বাংলাদেশ। গত ম্যাচে দূদান্ত খেলা মোর্শেদ আলী এই ম্যাচেও নিজের জাত চিনিয়েছেন। ফয়সালেন থ্রু পাস থেকে বাম প্রান্ত দিয়ে প্রতিপক্ষের ডি-বক্সে ডুকে বা পায়ের জোড়ালো শটে বলকে জালের ঠিকানায় পৌঁছে দেন তিনি।

গোল করার পর ম্যাচের নিয়ন্ত্রণ পায় বাংলাদেশ। ১৭ মিনিটে মোর্শেদের নেয়া কর্নার ভুটানের ডিফেন্ডার গোল লাইন থেকে ক্লিয়ার করেন। ২৪ মিনিটে বক্সের বাইরে থেকে ফয়সাল দূর পাল্লার শট গোলবারের উপর দিয়ে চলে যায়। তবে ২৮ তম মিনিটে আসে বাংলাদেশের দ্বিতীয় গোল। মোর্শেদ আলীর মাইনাস ভুটানের ডিফেন্ডার ক্লিয়ার করতে ব্যর্থ হলে বলের নিয়ন্ত্রন নিয়ে জোড়ালো শটে গোরক্ষককে পরাস্ত করেন সুমন সরেন। প্রথমার্ধের শেষ দিকে ফয়সালের নেয়া ফ্রি-কিক ভুটানের গোলরক্ষকের পরীক্ষা নিতে ব্যর্থ হলে দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় আজ আকাশী জার্সিতে মাঠে নামা লাল-সবুজের প্রতিনিধিরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই রক্ষণ সামলে প্রতি আক্রমনে খেলার কৌশলে মনযোগ দেয় গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। ফলে বল পজেশন ধরে রেখে একের পর এক আক্রমণ করার সুযোগ পায় ভুটানের খেলোয়াড়রা। ৫৩ মিনিটে ভুটানের খেলোয়াড়ের গোল মুখে নেয়া একটি ভাসিয়ে দেয়া বল পোস্টের উপর দিয়ে ফিস্ট করে রক্ষা করেন বাংলাদেশের গোলরক্ষক ইসমাঈল। এরপরও কয়েকদফা বাংলাদেশের গোলমুখে আক্রমণ চালায় ভুটান, কিন্তু বাংলাদেশের রক্ষণভাগের খেলোয়াড়দের দৃঢ়তায় সেগুলো সফলতার মুখ দেখেনি।

ম্যাচের ৭৩ মিনিটে প্রতি আক্রমণ থেকে মোর্শেদ বা পায়ে একটি বাকানো শট নিলেও ভুটানের রক্ষণের খেলোয়াড় কর্নারের বিনিময়ে তা রক্ষা করে। এর দুই মিনিট পর ম্যাচের সেরা সুযোগটি পায় ভুটান। বা দিকে থেকে থিন লের ক্রস বক্সে থাকা টেনডেনকে এক সতীর্থ হেড করে সাজিয়ে দিলেও তার গোলমুখে নেয়া শট কর্নারের বিনিময়ে রক্ষা করে বাংলাদেশের গোলরক্ষক ইসমাঈল।

খেলার শেষভাগে আবারো আক্রমনের ধার বাড়ায় বাংলাদেশ। ৯০ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় বদলি নামা স্ট্রাইকার মানিক । ফয়সালের বাড়ানো থ্রু বল থেকে মানিক একা পেয়ে যান ভুটানের গোলরক্ষককে। কিন্তু তার করা চিপ শট ঠেকিয়ে দেন শেষ প্রহরী পেনজর। কিন্তু যোগ করা অতিরিক্ত সময়ে প্রতি আক্রমন থেকে ঠিকই তৃতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। মোর্শেদের বা দিক থেকে বাড়ানো মাইনাস আলতো টোকা দিয়ে গোল করে অধিনায়ক ফয়সাল ভুটানের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। এতে নিশ্চিত হয় বাংলাদেশের ৩-০ গোলের জয়।

এই জয়ে গ্রুপ ‘এ’ থেকে চার পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পা রাখলো বাংলাদেশ। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন না হলে সেমিফাইনালেই দেখা হয়ে যেতে পারে শিরোপার অন্যতম দাবিদার ভারতের সাথে। তবে সমীকরণ মেলাতে অপেক্ষা করতে হবে গ্রুপের অন্য দুই দল দল মালদ্বীপ ও ভুটানের মধ্যকার ম্যাচের ফলাফলের জন্য।

Previous articleআবাহনীর ড্রয়ের দিনে চমক দেখালো ফকিরেরপুল
Next articleশুল্ক মওকুফ,দ্রুত কমলাপুরে বসবে টার্ফ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here