জাতীয় স্টেডিয়ামের মতো নতুন সাজসজ্জায় ব্যস্ত কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়াম। পুরোনো টার্ফ ইতিমধ্যেই উঠে গেছে। পুরোনো টার্ফের বদলে বসবে নতুন টার্ফ; সেই নতুন টার্ফও ইতিমধ্যে দেশে চলে এসেছে। এতোদিন শুল্ক অবমুক্তকরণের অপেক্ষায় ছিলো ফেডারেশন, সেটিও এখন হয়ে গেছে। এ সপ্তাহে বাফুফের হাতে এসে পৌঁছাবে টার্ফ।

ফিফার অর্থায়নের কমলাপুর স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে। পুরাতন টার্ফের বদলে নতুন টার্ফ এসেছে। স্টেডিয়ামের অগ্রগতি নিয়ে বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী জানান, “ফিফার অর্থায়নের টাকায় নতুন টার্ফগুলো এসেছে, সেজন্য আমরা কর অবমুক্তের সুযোগ পেয়েছি। আমাদের সিএনএফ এজেন্ট টার্ফ সংক্রান্ত কার্যবিধি সম্পন্ন করলে আমরা অচিরে টার্ফের কাজ শুরু করতে পারবো।”

এই টার্ফগুলো নেদারল্যান্ডস থেকে আনা হয়েছে। টার্ফ আসলেও নতুন বাধার মুখে কমলাপুর স্টেডিয়াম। পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা গ্রহণ করলেও তাতে ত্রুটি ধরা পড়েছে, প্রয়োজন আবারো সংস্কার। তাই আবারো অর্থছাড়ের অপেক্ষায় আছে ফেডারেশন।

কমলাপুরের মতো নতুন টার্ফের অপেক্ষায় বাফুফে ভবন সংলগ্ন মাঠ। একসাথেই দুই মাঠের টার্ফ আসছে। দুই মাঠ প্রস্তুত হলেই ম্যাচ আয়োজনের জন্য কমলাপুর এবং অনুশীলনের জন্য ভবন সংংলগ্ন মাঠই হবে ফেডারেশনের ভরসার জায়গা।

Previous articleভুটানকে হারিয়ে অ-১৯ সাফের সেমিফাইনালে বাংলাদেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here