সেরা সময় কাটাচ্ছেন শমিত শোম। কানাডার লিগে মৌসুমের শুরুটা মনমতো না হলেও যত দিন গড়াচ্ছে, শমিত আর তার দল দিনে দিনে ফিরে পাচ্ছে নিজেদের ছন্দ। সবশেষ দুই ম্যাচডেতেই জয় পেয়েছে ক্যাভালরি। শেষ ম্যাচটা জিতেছে লিগের দ্বিতীয় স্থানে থাকা হ্যালিফিক্স ওয়ান্ডারার্সের বিপক্ষে। ৩-০ গোলের সেই জয়টা এই মৌসুমে ক্যাভালরির দ্বিতীয় জয়। যেদিন দলকে জেতানোর পথে বড় ভূমিকাই রেখেছিলে বাংলাদেশের শমিত।

হ্যালিফিক্সের বিপক্ষে ম্যাচে ৯০ মিনিট খেলে ৮৯% পাস অ্যাকুরেসি ছিল তার। ডিফেন্সিভ পজিশনে থেকেও ৫ বার বল পাঠিয়েছেন প্রতিপক্ষের ফাইনাল থার্ডে। তাছাড়া ক্রসিংয়েও সফল ছিলেন শতভাগ।

তবে শমিতের রক্ষণ সক্ষমতাও ছিল চোখে পড়ার মতো। পাঁচটি গ্রাউন্ড ডুয়েল চারটি ট্যাকল, একটি ইন্টারসেপশন এবং একটি এরিয়াল ডুয়েল দিয়ে দলের জয়ে রেখেছেন বড় ভূমিকা।দুর্দান্ত এই পারফরম্যান্সের সুবাদে শমিত জায়গা করে নিয়েছেন কানাডা সকার লিগ এর সপ্তাহের সেরা একাদশে। টানা দ্বিতীয় সপ্তাহ লিগের সেরা একাদশে জায়গা করে নিলেন শমিত।

গেল সপ্তাহের পর আরও একবার মাঝমাঠে নিজের নিয়ন্ত্রণটা পুরোপুরি বুঝিয়ে দিয়েছেন এই বাংলাদেশি মিডফিল্ডার।

Previous articleফাইনালে হামজার শেফিল্ড, প্রিমিয়ার লিগের আরও কাছে দল
Next articleবিমানবন্দরেই আটকা পড়লেন মাহফুজা আক্তার কিরণ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here