কথা ছিলো আগামী ১৫ ই মে দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ের ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে  অংশ নিবে বাফুফের তিন সদস্যের একটি প্রতিনিধি দল। তবে পরিকল্পনা মতো কিছুই হয়নি। বাফুফের দুইজন প্রতিনিধি প্যারাগুয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়তে পারলেও, বাকি একজন বিমানে উঠতে পারেনি। তাকে বিমানযাত্রায় বাধা প্রদান করা হয়েছে, এতে করে বিমান যাত্রার বদলে বাফুফের সেই কর্মকর্তা বাসায় ফিরে এসেছেন। সেই কর্মকর্তা আর কেউ নন, বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

প্যারাগুয়ের ফুটবল ফেডারেশন ফিফা’র সদস্যপদ প্রাপ্তির ১০০ বছর ফূর্তি উপলক্ষ্যে আগামী ১৫ ই মে এক কংগ্রেস সভার আয়োজন করেছে। সেখানে অংশ নেওয়ার কথা ছিলো বাফুফে সভাপতি তাবিথ আওয়াল, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এবং বাফুফের নারী উইংয়ে চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে জানা গিয়েছে সভাপতি এবং সাধারণ সম্পাদক বিমান ধরতে পারলেও তাদের সঙ্গী হতে পারেননি মাহফুজা আক্তার কিরণ।

কিরণের বিমানবন্দর থেকে ফিরে আসা বাংলাদেশের ফুটবল অঙ্গনে নতুন ইস্যুর প্রত্যাবর্তন করেছে। তবে এঘটনা নিয়ে ফেডারেশন যেনো একেবারেই নিশ্চুপ। মৌনব্রত পালনের মতো করে এই ঘটনা চেপে যাওয়ার চেষ্টা চালাচ্ছে ফেডারেশন।

কাউকে না পাওয়া গেলো বাফুফের ভেতরের খবর বলছে কিরণ প্যারাগুয়ে যাননি। তবে এর পিছনে কি কারণ আছে, আদৌও কোনো কারণ আছে কিনা তা সম্পর্কে এখনো পর্যন্ত জানা যায় নি। অন্য সবার মতো গোপনীয়তা বজায় রাখাকে শ্রেয় মনে করেছেন মাহফুজা আক্তার কিরণ নিজেও। তাকে ফোনকল কিংবা হোয়াটসঅ্যাপ কোনো ক্ষেত্রেই যুক্ত করা যায় নি৷

তবে কিরণের না যাওয়া এবং ফেডারেশনে মিডিয়া উইংয়েত নির্বাক রূপ ফেডারেশনের অজ্ঞতা ও অপেশাদারিত্বকে সামনে নিয়ে এসেছে। ফেডারেশনের প্রতিটি কর্মকর্তাই বাংলাদেশের ফুটবলের প্রতিনিধি। সেই প্রতিনিধিদের মধ্যে একজন আনুষ্ঠানিক সফরে বাধা পেয়েছেন, বিমানে উঠতে পারেননি, এর পিছনে কি কারণ তা দেশের ফুটবল সমর্থকদের জানানো ফেডারেশনের কর্তব্য হলেও, কর্তব্য পালনে সালাউদ্দিন যুগের মতো অপারগ তাবিথ আওয়ালের নতুন যুগ।

এবারে প্যারাগুয়ে সফরে বাধা পেলেও দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর মালয়েশিয়ায় এএফসি ও শ্রীলঙ্কায় সাফের কংগ্রেসে সশরীরে উপস্থিত ছিলেন। মাহফুজা আক্তার কিরণ বাফুফের পাশাপাশি ফিফা কাউন্সিল সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তবে হঠাৎ কি হলো, কি কারণে তিনি প্যারাগুয়ে যেতে পারেননি এটা শুধু রহস্যের জন্ম দিয়ে যাচ্ছে!

Previous articleআবারও কানাডার লিগে সপ্তাহ সেরা একাদশে শমিত
Next articleঅ-১৯ সাফের সেমিতে বাংলাদেশর প্রতিপক্ষ নেপাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here