বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ফুটবল পার্টনার হল জাপানি ফুটবল নির্মাতা ‘মলটেন কর্পোরেশন’। এই লক্ষ্যে, আজ বাফুফে ভবনের তৃতীয় তলায় অবস্থিত কনফারেন্স রুমে ৩ (তিন) বছরের জন্য বাফুফের সাথে মলটেন কর্পোরেশনের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত চুক্তির মাধ্যমে, মলটেন কর্পোরেশন প্রতি বছর বিএফএফকে ২ (দুই) হাজার ফুটবল বিনামূল্যে প্রদান করবে এবং বাফুফে প্রতি বছর মলটেন কর্পোরেশন থেকে ২ (দুই) হাজার ফুটবল একটি বিশেষ মূল্যে কিনবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি জনাব মোঃ নাসের শাহরিয়ার জাহেদী, জনাব মোঃ ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি) এবং জনাব ফাহাদ করিম। মলটেন কর্পোরেশনের প্রতিনিধিত্ব করেন মালটেন কর্পোরেশনের এশিয়ান গ্রুপ লিডার জনাব তাকাশি ওজাকি।
এছাড়াও উপস্থিত ছিলেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য জনাব মোঃ ইকবাল হোসেন, জনাব টিপু সুলতান এবং জনাব কামরুল হাসান হিলটন।