প্রিমিয়ার লিগে আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় পুলিশ এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ফর্টিস এফসি। অপর দিকে কুমিল্লায় চট্টগ্রাম আবাহনীকে ৫-০ গোলে বিদ্ধস্ত করেছে ঢাকা আবাহনী।

বসুন্ধরা কিংস অ্যারেনা কর্দমাক্ত মাঠে হওয়ার পরেও এ ম্যাচে দৃষ্টিনন্দন গোল করেছেন পুলিশের আল আমিন। ৪৪ মিনিটে সতীর্থের পাস ধরে বক্সে বডি ডজে ডিফেন্ডারদের ছিটকে দিয়ে কাছের পোস্ট দিয়ে গোলকিপারের ওপর দিয়ে লক্ষ্যভেদ করেন আল আমিন।

পিছিয়ে পড়া ফর্টিস সমতায় ফিরে ৬৭তম মিনিটে পা ওমার বাবুর গোলে। ৭৩ মিনিটে জাসুর জুমায়েভের ফ্রি কিক ক্রসবার কাঁপালে পয়েন্ট ভাগাভাগি করতে হয় দলটিকে।

আবাহনী লিমিটেডের কাছে পাত্তা পাবে না চট্টগ্রাম আবাহনী, তা আগে থেকে অনুমিত ছিল। শীর্ষ লিগ থেকে অবনমিত হয়ে যাওয়া চট্টগ্রাম আবাহনীকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে মারুফুল হকের শিষ্যরা। এই জয়ে বসুন্ধরা কিংসকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এলো আকাশি-নীল জার্সিধারীরা।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জোড়া গোল করেন এমেকা ওগবাহ। একবার করে জালের দেখা পান আসাদুজ্জামান বাবলু, রাফায়েল অগাস্তু ও এনামুল ইসলাম গাজী।

চলমান লিগে স্থানীয়দের মধ্যে ১০ গোল নিয়ে সবার উপরে আছেন বসুন্ধরা কিংসের রাকিব হোসেন। তার পেছনে ছুটছেন আল আমিন তার গোল ৮ টি। দেশি-বিদেশি মিলিয়ে ১৫ গোল নিয়ে এই তালিকায় শীর্ষে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির ফরোয়ার্ড স্যামুয়েল বোয়াটেং। 

এই জয়ে ১৬ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে আবাহনী লিমিটেড। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বসুন্ধরা কিংস। মোহামেডানের পয়েন্ট ৩৮। ১৬ ম্যাচে ১৫তম হারের স্বাদ পাওয়া চট্টগ্রাম আবাহনী ৩ পয়েন্ট নিয়ে যথারীতি আছে তলানিতে। ২৩ পয়েন্ট নিয়ে ফর্টিস আছে সপ্তম স্থানে।

Previous articleহামজাদের ম্যাচের টিকেটের সর্বনিম্ন মূল্য ৪০০ টাকা
Next articleগোলরক্ষক আশরাফুল রানার বিদায়ের ঘোষণা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here