বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ২০২৪-২৫ মৌসুমে দুই ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে নেয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ ছিল তাদের বিজয় উৎসবের দিন। তবে উৎসবমুখর এই দিনে খেলার মঞ্চে ছিল ঢিলেঢালা ভাব, যার প্রতিফলন ঘটেছে ম্যাচের ফলাফলেও। নিজেদের শেষ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে সাদা-কালোরা।
গুরুত্বহীন এই ম্যাচ শেষে মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতে’র হাতে শিরোপা তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান এবং সদস্য জাকির হোসেন চৌধুরী।
দিনের আরেকটি আবেগঘন মুহূর্ত আসে ম্যাচের ৪৩তম মিনিটে। ব্রাদার্স ইউনিয়নের অভিজ্ঞ গোলকিপার এবং জাতীয় দলের সাবেক তারকা আশরাফুল ইসলাম রানা মাঠ ছাড়েন চিরতরে। তার বিদায় উপলক্ষে ম্যাচের বিরতিতে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন মোহামেডানের গোলকিপিং কোচ ছাইদ হাছান কানন, বাফুফে সদস্য জাকির হোসেন চৌধুরী, ব্রাদার্সের ম্যানেজার আমের খান এবং ঢাকা আবাহনীর প্রতিনিধি নজরুল ইসলাম।
অন্যদিকে, গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় অবনমন এড়ানোর গুরুত্বপূর্ণ ম্যাচ। ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ২-১ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে। এই জয়ে ১৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পরবর্তী মৌসুমে প্রিমিয়ার লিগে থেকে যাওয়ার নিশ্চয়তা পেল ফকিরেরপুল।
সমান ম্যাচে মাত্র ১০ পয়েন্ট অর্জন করায় প্রায় দুই দশক পর শীর্ষ লিগে ফেরা ওয়ান্ডারার্সকে আবারও বিদায় নিতে হলো। আর চট্টগ্রাম আবাহনী ১৬ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে তলানিতে থেকে আগেই অবনমিত হয়েছে।
ফলে, ২০২৫-২৬ মৌসুমে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলে আবার প্রিমিয়ার লিগে ফেরার লড়াইয়ে নামতে হবে ঢাকা ওয়ান্ডারার্স এবং চট্টগ্রাম আবাহনীকে।