দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সদ্য সমাপ্ত কংগ্রেসে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংগঠনটির গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে সবচেয়ে উল্লেখযোগ্য যে পরিবর্তনটি আনা হয়েছে, তা হলো—সভাপতি পদে টানা দুই মেয়াদের সীমাবদ্ধতা তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ, এখন থেকে একজন ব্যক্তি টানা দুইবারের বেশি সময়ের জন্যও সাফ সভাপতির দায়িত্ব পালন করতে পারবেন।

সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্র সংশোধনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই পরিবর্তনের ফলে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের টানা তৃতীয় মেয়াদে সভাপতি হওয়ার পথ উন্মুক্ত হলো। তিনি বর্তমানে টানা দ্বিতীয় মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করছেন। যদিও এবারের কংগ্রেসে তিনি সরাসরি উপস্থিত ছিলেন না, তবে ঢাকা থেকে ভার্চুয়ালি অংশ নিয়েছেন।

এবারের কংগ্রেসে নারী প্রতিনিধিত্বের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। প্রথমবারের মতো সাফের নির্বাহী কমিটিতে নারী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ভুটানের জিমবিরি। এছাড়া, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এর প্রতিনিধি হিসেবে সাফ নির্বাহী কমিটিতে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন।

মাঠের খেলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে নারী ফুটবলকে ঘিরে। আগামী নভেম্বর মাসে নেপালে অনুষ্ঠিত হবে প্রথমবারের মতো সাফ উইমেন’স ক্লাব চ্যাম্পিয়নশিপ। যদিও অংশগ্রহণকারী ক্লাবগুলোর সংখ্যা এখনও চূড়ান্ত হয়নি, তবে আয়োজক দেশ হিসেবে নেপালকে চূড়ান্ত করা হয়েছে।

এছাড়া, চলতি বছর আরও কয়েকটি টুর্নামেন্টের আয়োজক দেশ নির্ধারণ করা হয়েছে। সাফের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, মেয়েদের অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ আগামী সেপ্টেম্বর মাসে ভুটানে এবং ছেলেদের অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ অক্টোবর মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।

Previous articleপ্রিমিয়ার লিগে ফিরতে ব্যর্থ হলো হামজার শেফিল্ড ইউনাইটেড

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here