জমে উঠতে শুরু করেছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের ২০২৫-২৬ মৌসুমের দলবদল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলারের ক্লাব পরিবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছে। যাদের মধ্যে মিতুল মারমা, মোহাম্মদ হৃদয় ও মোহাম্মদ আল-আমিনরা আলোচনার কেন্দ্রে। নতুন মৌসুমে কোথায় হচ্ছে তাদের ঠিকানা?
গত মৌসুমে ঢাকা আবাহনীর অধিনায়কত্ব করেছেন তরুণ মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়। ডিফেন্সিভ মিডফিল্ডে বেশ ভালো পারফর্ম করেছেন তিনি। গেল কয়েক মৌসুম ধরেই ক্লাব ও জাতীয় দলে ধারাবাহিকতা দেখিয়েছেন হৃদয়। নতুন মৌসুমে তাকে দেখা যেতে পারে বসুন্ধরা কিংসের ডেরায়। দুই পক্ষের মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত। এখন শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা।
সবশেষ মৌসুমে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সেরা গোলকিপার ছিলেন মিতুল মারমা। ঢাকা আবাহনীর সম্পূর্ণ দেশীয় ডিফেন্ডারদের নিয়ে দুর্দান্ত এক মৌসুম পার করেছেন এই তরুণ গোলকিপার। একইসঙ্গে জাতীয় দলেও মিতুল এখন কোচের প্রথম পছন্দের গোলকিপার। তাই তার ক্লাব পরিবর্তনের গুঞ্জন ছিল।
জানা গিয়েছে মিতুল মারমাকেও দলে চায় বসুন্ধরা কিংস। তবে ইতিমধ্যেই তাদের দলে রয়েছেন আনিসুর রহমান জিকো ও মেহেদী হাসান শ্রাবণ – যারা জাতীয় দলের ভাবনায়ও রয়েছেন। তাই মিতুলকে আনলে দেশের অন্যতম শীর্ষ ৩ গোলকিপার থাকবেন একই ক্লাবে। সেক্ষেত্রে প্লেয়িং টাইম নিয়ে হবে দোটানা। তাই জাতীয় দলের স্বার্থে এ বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছে ক্লাবটি। মিতুল আসলে কিংস ছাড়তে হতে পারে অন্য কোন গোলকিপারকে।
এদিকে গত মৌসুমে আলো ছড়ানো স্ট্রাইকার মোহাম্মদ আল-আমিনকে নিয়েও দলবদলের বাজারে আলোচনা চলছে। তার সঙ্গে আলোচনা চালাচ্ছে বসুন্ধরা কিংস। অবশ্য আরও কয়েকটি ক্লাবও তাকে দলে চায়। নতুন মৌসুমে তিনি পুলিশ এফসি ছাড়ছেন এটা প্রায় নিশ্চিত – কিন্তু কোথায় হবে তার নতুন ঠিকানা সেটাই এখন দেখার বিষয়।