কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পদত্যাগ চেয়ে সমালোচনার মুখে পড়া নির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীনকে বাদ দেওয়া হলো জাতীয় দল কমিটি থেকে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দল কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি পেয়েছেন সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। শুক্রবার (আজ) বাফুফে সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালের স্বাক্ষরিত চিঠি পেয়েছেন তিনি।
তবে শাহীনকে অব্যাহতি দেওয়ার কারণ হিসেবে চিঠিতে কিছু স্পষ্ট করে লেখা হয়নি। সেখানে বলা হয়েছে, তিনি নির্বাহী কমিটির সদস্য হিসেবে ফুটবল উন্নয়নে যুক্ত থাকবেন, তবে জাতীয় দল কমিটির দায়িত্বে আর থাকছেন না।
বাফুফের গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় দল কমিটিতে ৯ জন থাকার কথা থাকলেও বর্তমান কমিটিতে সদস্য সংখ্যা বাড়িয়ে ১২ জন করা হয়েছিল। শাহীনকে বাদ দেওয়ার পর এই সংখ্যা এখন ১১।
জাতীয় দল কমিটি বাফুফের অন্যতম গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটি। এই কমিটি মূলত জাতীয় দলের ম্যাচ, টুর্নামেন্ট পরিকল্পনা, কোচিং স্টাফদের মূল্যায়ন ও নিয়োগের দায়িত্ব পালন করে। গঠনতন্ত্র অনুযায়ী, এসব স্ট্যান্ডিং কমিটির সদস্য মনোনয়ন বা অপসারণের ক্ষমতা চেয়ারম্যানের হাতে থাকে।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পদত্যাগ দাবি করেন শাহীন। এতে বাফুফের অনেক সদস্য বিব্রত বোধ করেন এবং তার বিরুদ্ধে কোড অব কন্ডাক্ট লঙ্ঘনের অভিযোগও ওঠে।
প্রায় সাড়ে তিন বছর ধরে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্বে রয়েছেন ক্যাবরেরা। সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ সেমিফাইনালে উঠা ছাড়া উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই তার অধীনে। দল নির্বাচন ও খেলোয়াড় পরিবর্তন নিয়েও রয়েছে নানা প্রশ্ন। হামজা চৌধুরি, সামিত সোমের মতো খেলোয়াড় দলে এলেও সাম্প্রতিক ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। হংকং ম্যাচের আগে কোচের পদত্যাগ চেয়ে অনেকে সরব হয়ে উঠেছেন।