এশিয়ান কাপ বাছাইয়ে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। তিন ম্যাচে শতভাগ জয়, প্রতিপক্ষের জালে ১৬ গোল দিয়ে সি গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করেছে তারা। এমন পারফরম্যান্সে দারুণ খুশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। তিনি জানিয়েছেন, আর্থিক পুরস্কার থেকে শুরু করে উন্নয়নমূলক প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে নারী ফুটবলারদের জন্য।

এবারের এশিয়ান কাপ বাছাইয়ে মোট আটটি গ্রুপ ছিল। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল মূল পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে। বাংলাদেশ সি গ্রুপে তিনটি ম্যাচেই জয় পেয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিপক্ষদের জালে মোট ১৬ বার বল জড়িয়েছে লাল-সবুজরা, নিজেরা হজম করেছে মাত্র একটি গোল, সেটিও মিয়ানমারের বিপক্ষে।

নারী দলের এই কীর্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি বলেন,

“নারী দলের জন্য আজ পুরো পৃথিবী বাংলাদেশকে চিনছে। আমরা তাদের নিয়ে গর্বিত। এই সফলতার জন্য কিছু পুরস্কারের সিদ্ধান্ত নেব আমরা।”

তিনি আরও জানান, সাফ চ্যাম্পিয়নশিপে মেয়েদের জন্য ঘোষিত আর্থিক অনুদান এখনো পুরোপুরি পরিশোধ হয়নি। তবে সেই অর্থ দ্রুত প্রদান করা হবে এবং ভবিষ্যতে আর্থিক দিক থেকে নারী ফুটবলারদের যেন কোনো অসুবিধায় পড়তে না হয়, সে বিষয়েও বাফুফে সচেষ্ট।

তাবিথ বলেন,

“আর্থিক পুরস্কারের ব্যবস্থা করব। নারী সাফের জন্য যে অর্থ বরাদ্দের কথা বলা হয়েছিল, সেটা এখনো তারা পায়নি। আশা করি, শিগগিরই তা পেয়ে যাবে। আগামী কয়েক মাসে আর্থিকভাবে কোনো নারী ফুটবলার পিছিয়ে থাকবে না।”

সামনের বছর ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপের মূলপর্ব, যেখানে ১২টি দল অংশ নেবে। ছয়টি দল সরাসরি সুযোগ পাবে বিশ্বকাপে, কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া দলগুলোর জন্য থাকছে প্লে-অফের সুযোগ।

বিশ্বকাপ নিয়ে আশাবাদী তাবিথ বলেন,

“অস্ট্রেলিয়ায় আমাদের দুটি সুযোগ আছে। একটি হলো এএফসি ম্যাচে ভালো খেলা, আরেকটি হলো র‍্যাঙ্কিং ও পারফরম্যান্স ধরে রাখা। তাহলে বিশ্বকাপ ও অলিম্পিকেও সরাসরি খেলা যাবে। তাই আগামী ছয় মাস আমরা খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছি।”

নারী ফুটবলের এই উত্থানকে টেকসই করতে ব্যক্তি পর্যায়ে উন্নয়নমূলক প্রশিক্ষণের কথাও ভাবছে ফেডারেশন। তাবিথ জানিয়েছেন, প্রতিভা ধরে রাখতে দীর্ঘমেয়াদি প্রস্তুতির জন্য কাজ করা হবে।

এই সাফল্যের পর নারী ফুটবলে নতুন দিগন্তের সম্ভাবনা দেখছে বাংলাদেশ।

Previous articleতুর্কমেনিস্তানকে বিদ্ধস্ত করে তিনে তিন বাংলাদেশের
Next articleহাতিরঝিলে ঋতুপর্ণাদের সংবর্ধনার আয়োজন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here