সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত শুরু বাংলাদেশের

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে শ্রীলঙ্কা যে এখনও পিছিয়ে রয়েছে, তা আরও একবার প্রমাণ করে দিল বাংলাদেশের কিশোরীরা। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচেই গোল বন্যা বইয়ে দিয়েছে তারা। শুক্রবার মিয়ানমারের কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ম্যাচে হ্যাটট্রিক করেছেন মোসাম্মত সাগরিকা। দুই গোল করেছেন মুনকি আক্তার, আর একটি করে গোল এসেছে স্বপ্না রানী, রুপা ও শিখা আক্তারের পা থেকে।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশ। কোচ পিটার বাটলার এশিয়ান কাপ বাছাইয়ের স্কোয়াড থেকে আটজন খেলোয়াড়কে শুরুর একাদশে রাখেন। হাফ লাইনের ওপরে খেলা গড়ে ওঠে। প্রতিপক্ষ শ্রীলঙ্কা বেশিরভাগ সময় ব্যস্ত থাকে বাংলাদেশি আক্রমণ ঠেকাতে।

মাত্র ২ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে স্বপ্না রানীর নেওয়া ফ্রি-কিকে বল জালে জড়িয়ে যায়। এরপরই মুনকি আক্তার বক্সে ঢুকে ডান পায়ে বল নিয়ন্ত্রণ করে বা পায়ের নিখুঁত শটে দ্বিতীয় গোলটি করেন।

৩৭ মিনিটে আসে তৃতীয় গোল। শিখা আক্তারের ডান প্রান্ত থেকে আসা ক্রস নিয়ন্ত্রণে একটু ভুল করলেও, সাগরিকা ঘুরে দাঁড়িয়ে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান। বিরতির আগে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলকিপার ও বার পোস্টে বাধা পায় সেগুলো।

দ্বিতীয়ার্ধে নেমেই গোলের ধারা বজায় রাখে বাংলাদেশ। সাগরিকার পাসে আনমার্কড মুনকি জালের ঠিকানা খুঁজে নেন নিখুঁত ট্যাপে। ৫০ মিনিটে বাম দিক থেকে শিখা আক্তারের নেওয়া প্লেসিং শট গিয়ে জড়ায় জালে। এরপর একক প্রচেষ্টায় সাগরিকা নিজের দ্বিতীয় গোলটি করেন এবং পুজার কাটব্যাকে প্লেসিং শটে পূরণ করেন হ্যাটট্রিক।

৮৩ মিনিটে রুপা দলের হয়ে অষ্টম গোলটি করেন। অতিরিক্ত সময়ে নবম গোলটি করেন শান্তি ।  যোগ করা সময়ে শ্রীলঙ্কার লালিয়ান শিখা একমাত্র গোলটি করে ব্যবধান কিছুটা কমান।

এই জয়ে দুর্দান্ত শুরু করলো বাংলাদেশ। আগামী ১৩ জুলাই তাদের প্রতিপক্ষ নেপাল। এরপর ১৫ ও ১৭ জুলাই খেলবে ভুটানের বিপক্ষে। ১৯ জুলাই আবার লঙ্কানদের বিপক্ষে মুখোমুখি হবে তারা এবং ২১ জুলাই নেপালের বিপক্ষে খেলেই গ্রুপপর্ব শেষ করবে বাংলাদেশের মেয়েরা।

Previous articleসাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে স্বাগতিকদের নিয়ে সমীহ প্রতিপক্ষদের
Next articleসাফ অনূর্ধ্ব-২০: শেষ মুহূর্তে তৃষ্ণার গোল, নেপালকে ৩–২ গোলে পরাজিত করল বাংলাদেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here