চলমান সাফ অ-২০ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত শুরু করেছিলেন বাংলাদেশের স্ট্রাইকার মোসাম্মৎ সাগরিকা। তবে দ্বিতীয় ম্যাচে নেপালের ফুটবলার সিমরানের সঙ্গে হাতাহাতি করে লাল কার্ড দেখেন দুজনই। এবার ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে আরো বড় শাস্তি পেলেন দুই দলের দুই ফুটবলার!
দিন কয়েক আগে বাংলাদেশ-নেপাল ম্যাচে ৫৪তম মিনিটে হাতাহাতি, চুলাচুলিতে লিপ্ত হয়ে সরাসরি লালকার্ড দেখেছিলেন বাংলাদেশের সাগরিকা ও নেপালের সিমরান। লাল কার্ড দেখায় স্বাভাবিকভাবেই গত ম্যাচে খেলতে পারেননি তারা। এবার সবকিছু পর্যালোচনা করে দুজনকেই ৩ ম্যাচ নিষিদ্ধ ও ৫০০ ডলার আর্থিক জরিমানা করা হয়েছে।
সাগরিকার শাস্তির বিষয়ে বাংলাদেশ অ-২০ দলের ম্যানেজার মাহমুদা আক্তার অনন্যা বরাবর চিঠি দিয়েছে সাফ। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে কয়েকশ ডলার খরচ গুনতে হবে বিধায় বাফুফেও শাস্তি মেনে নিয়েছে বলে জানা গেছে। তাই আজ ভুটানের বিপক্ষে এবং পরশু শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও পাওয়া যাবে না সাগরিকাকে। নিজেদের শেষ ম্যাচে আগামী ২১ জুলাই সেই নেপালের বিপক্ষেই মাঠে ফিরবেন তিনি।
গত আসরের সেরা ফুটবলার সাগরিকা এবারও ছিলেন দারুণ ছন্দে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিকের পর নেপালের বিপক্ষে করেন এক গোল। যদিও বাংলাদেশ ৩ ম্যাচে শতভাগ জয় তুলে নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে। তবে দলের এমন জয়ের ধারায় অন্যতম সেরা তারকা সাগরিকা থাকছেন মাঠের বাইরেই!