টুর্নামেন্টে অজেয় ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। বৃহস্পতিবার বসুন্ধরা কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয়ের আনন্দে মেতে উঠেছে স্বাগতিকরা।
আধা ঘণ্টারও বেশি সময় অপেক্ষার পর গোলের দেখা পায় বাংলাদেশ। এরপর ভুটানকে চেপে ধরে আরও দুটি গোল আদায় করে নেয় তৃষ্ণা-মুনকিরা। সাফ উইমেন’স অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে টানা চতুর্থ জয় তুলে নেয় বাংলাদেশ দল।
বসুন্ধরা কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে অনুষ্ঠিত রাউন্ড রবিন লিগের ফিরতি ম্যাচে ভুটানকে ৩-০ ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। দলের হয়ে জোড়া গোল করেন তৃষ্ণা রানী এবং অপর গোলটি আসে মুনকি আক্তারের পা থেকে।
প্রথম লেগে ভুটানকে ৪-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। আজকের জয়ের ফলে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে অজেয় বাংলাদেশ। শনিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা; টুর্নামেন্ট শুরুর ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারিয়েছিল স্বাগতিকরা।
৩৩তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। ভুটানের এক ডিফেন্ডার বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সেটি পেয়ে যান তৃষ্ণা রানী। দ্রুত বলের নিয়ন্ত্রণ নিয়ে একজনকে কাটিয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন তিনি।
৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। গোল কিক নিতে গিয়ে পা পিছলে পড়ে যান ভুটান গোলরক্ষক। তার বুটের হালকা স্পর্শে বল চলে যায় সতীর্থের পায়ে। মুনকির চাপ সামলাতে না পেরে বল হারান তিনি। সেটি কুড়িয়ে জালে জড়ান তৃষ্ণা রানী।
৭৪তম মিনিটে নিশ্চিত হয় বাংলাদেশের জয়। স্বপ্না রানীর দূরপাল্লার শট লাফিয়ে ওঠা গোলরক্ষককে ফাঁকি দিয়ে ক্রসবারের ভেতরের কানায় লেগে জালে প্রবেশ করে।
দিনের অন্য ম্যাচে নেপাল ৭-০ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।