সাফ উইমেন’স অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে অপরাজিত অভিযাত্রা অব্যাহত রেখেছে বাংলাদেশ। ফিরতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়ে টানা পাঁচ জয়ের কৃতিত্ব দেখালেন তৃষ্ণা-পুজারা।

আগের দেখায় গোল মিলেছিল দ্বিতীয় মিনিটে, এবার একটু দেরিতে। জয়ের ব্যবধানও হলো না আগের মতো। তবে শ্রীলঙ্কাকে আবার হারিয়ে সাফ উইমেন’স অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ের পথে আরেকটু এগিয়ে গেল বাংলাদেশ।

বসুন্ধরা কিংস অ্যারেনা লাগোয়া প্র্যাকটিস গ্রাউন্ডে শনিবার রাউন্ড রবিন লিগের ফিরতি দেখায় শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারায় বাংলাদেশ। প্রথম দেখায় লঙ্কানদের ৯-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল মেয়েরা।

এবার শ্রীলঙ্কার জালে জোড়া গোল করেন পুজা দাস। একবার করে জালের দেখা পান তৃষ্ণা রানী, কানন রানী ও আফঈদা খন্দকার প্রান্তি।

টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে বাংলাদেশ। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেপাল। সোমবার তাদের বিপক্ষেই শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

আগের ম্যাচের মতো শ্রীলঙ্কার জালে দ্রুত গোল পায়নি বাংলাদেশ। ২৪তম মিনিটে বক্সের ভেতর থেকে নিচু কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন কানন।

৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত। কিন্তু মাঝমাঠ থেকে সুরমা জান্নাতের লম্বা শট ক্রসবারের ওপরের কাণায় লাগে। খানিক বাদে তৃষ্ণার কোনাকুনি শট পোস্টে প্রতিহত হওয়ার পর, ফিরতি শটে পুজা জাল খুঁজে নেন।

৭৩তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় বাংলাদেশ। পুজার একটু উচুঁ করে নেওয়া শট গোলকিপারের গ্লাভস ছুঁয়ে ঠিকানা খুঁজে পায়।

শেষ দিকে গোলের খাতায় নাম তোলেন তৃষ্ণা। সতীর্থের থ্রু পাস ধরে, পায়ের কারিকুরিতে এক ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত টোকায় গোলকিপারকে পরাস্ত করেন তিনি।

যোগ করা সময়ের শেষ দিকে পেনাল্টি থেকে স্কোরলাইন ৫-০ করেন অধিনায়ক আফঈদা। বক্সে শ্রীলঙ্কার এক খেলোয়াড়ের হাতে বল লাগলে পেনাল্টিটি পায় বাংলাদেশ। আফঈদার প্রথম শট বাইরে গেলেও আগে বক্সে খেলোয়াড় ঢুকে পড়ায় ফের শট নেওয়ার সুযোগ পান তিনি। কাজেও লাগান সেটি।

Previous articleনবিরনের প্রথম অধিনায়কত্ব স্মরণীয়, সামনে শ্রীলঙ্কা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here