প্রথমবারের মতো আন্তর্জাতিক অঙ্গনে ফিফা ই-ফুটবল বিশ্বকাপের (FIFAe World Cup 2025) কোয়ালিফায়ার রাউন্ডে অংশ নিচ্ছে বাংলাদেশ। মোবাইল ও কনসোল দুই বিভাগেই ৯০টির বেশি দেশের সঙ্গে প্রতিযোগিতায় লড়বে লাল-সবুজের গেমাররা।

FIFAe-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে প্রকাশিত তালিকায় দেখা গেছে, ৯০টিরও বেশি দেশ #eFootballConsole এবং #eFootballMobile বিভাগে অংশ নিচ্ছে, যার মধ্যে বাংলাদেশের জাতীয় পতাকাও রয়েছে। এ বছরের ডিসেম্বরে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠেয় ফাইনাল রাউন্ডে খেলার জন্য অঞ্চলভিত্তিক বাছাইপর্বের (Regional Qualifiers) লড়াই শুরু হচ্ছে।

বিশ্বমানের এই ই-ফুটবল ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের গেমাররা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেলে ধরতে পারবে।

FIFAe পোস্টে বলা হয়েছে, “Over 90 nations on the road to the FIFAe Finals 2025. All of the participating nations for #eFootballConsole and #eFootballMobile are now confirmed.” এই ঘোষণার মাধ্যমে বাংলাদেশের ই-ফুটবলের নতুন ইতিহাসের সূচনা হলো।

কে যেতে পারবে ডিসেম্বরের রিয়াদ ফাইনালে? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। বাংলাদেশসহ অংশ নেওয়া প্রতিটি দেশের গেমারদের জন্য এটি এক বিশাল সুযোগ।

Previous articleদক্ষিণ কোরিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষায় বাংলাদেশের মেয়েরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here