এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ খেলতে কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে দেশ ছেড়েছে বসুন্ধরা কিংস। আজ সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন কিংসের দেশীয় ফুটবলাররা। পূর্ণাঙ্গ কোচিং স্টাফ ও বিদেশি ফুটবলাররা যোগ দেবেন কাতারে। ইতিমধ্যে কিংসের আগেই ইংল্যান্ড থেকে কাতারে পৌঁছে গেছেন নতুন সংযোজন কিউবা মিচেল।

গত কয়েক আসরের তুলনায় এবার এএফসির আসরে মাঠে নামার আগে পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারেনি বসুন্ধরা কিংস। চূড়ান্ত হলেও এখনো দলের সঙ্গে যোগ দেননি নতুন কোচ সার্জিও ফারিয়াস ও তার দুই সহকারী। বিদেশি খেলোয়াড়রাও ঢাকায় দলের সঙ্গে যোগ দেননি। সবাই যোগ দেবেন কাতারে। কিংসের নতুন সাইনিং কিউবা মিচেল ইতিমধ্যে কাতারে পৌঁছে গেছেন।

আজ কাতারের স্থানীয় সময় সন্ধ্যায় পুরো দল নিয়ে মাঠে নামবেন ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াস। আজকেই কিংসের নিবন্ধিত চার বিদেশি রাফায়েল, ডরিয়েলটন, সানডে ও টনি দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। পুরো দল নিয়ে তাই মাত্র ২ দিন অনুশীলন করার সুযোগ পাবেন নতুন কোচ। এর আগে দেশে স্থানীয় কোচের অধীনে সপ্তাহখানেক অনুশীলন করে কিংস।

আগামী ১২ আগস্ট সিরিয়ান ক্লাব আল-কারামাহ এসসির মুখোমুখি হবে বাংলাদেশের প্রতিনিধিরা। একইদিনে ঢাকায় প্লে অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের বিপক্ষে খেলবে ঢাকা আবাহনী। দুই দলের সামনে একই সমীকরণ – জিতলে সুযোগ মিলবে এবারের এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে খেলার, আর হেরে গেলে এই মৌসুমে আর আন্তর্জাতিক অঙ্গনে খেলার সুযোগ মিলবে না।

Previous articleইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ, আজ কোরিয়ার সঙ্গে স্থান নির্ধারণী লড়াই
Next articleবড় হারের পরও অ-২০ এশিয়ান কাপ নিশ্চিত বাংলাদেশ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here