জাতীয় দলের পর এবার অ-২০ এশিয়ান কাপেরও মূল পর্বে উড়বে বাংলাদেশের পতাকা। লাওসে বাছাইপর্বের শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হারলেও মূল পর্ব প্রায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। বড় কোন অঘটন না ঘটলে আগামী বছর থাইল্যান্ডে অ-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলবে বাংলাদেশ।

বাছাইপর্বের প্রথম ম্যাচে লাওসকে ৩-১ এবং দ্বিতীয় ম্যাচে তিমুর লেস্তেকে ৮-০ গোলে হারিয়ে মূল পর্বে খেলার জোরালো সম্ভাবনা তৈরি করে রাখে বাংলাদেশ। শেষ ম্যাচে আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে অন্তত ড্র করলেই নিশ্চিত মূল পর্বে খেলা – এমন সমীকরণ নিয়ে শক্তিশালী দলটির বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ।

শুরুটা হয়েছিল দুর্দান্ত – ১৫তম মিনিটে শান্তি মার্দির ক্রস প্রতিপক্ষ গোলকিপারের হাতে লাগলেও সহজ সুযোগ হয়ে যায় তৃষ্ণার সামনে, আলতো টোকায় জালের ঠিকানা খুঁজে নেন গত ম্যাচে হ্যাটট্রিক করা এই ফুটবলার। অবশ্য লিড নেওয়ার মিনিট চারেক পরই সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া। অবশ্য প্রথমার্ধে সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।

বিরতির পর বাংলাদেশকে দুমড়ে মুচড়ে দেয় দক্ষিণ কোরিয়া। একে একে ৫ বার বল জড়ায় বাংলাদেশের জালে। কোরিয়ান মেয়েদের গতির কাছে অসহায় আত্মসমর্পণ করে ক্লান্ত পরিশ্রান্ত বাংলাদেশের মেয়েরা। ফলে শেষ পর্যন্ত ৬-১ গোলের বড় হার সঙ্গী করে মাঠ ছাড়ে পিটার বাটলার শিষ্যরা।

বড় হারের স্বাদ পেলেও মূল পর্বে খেলা প্রায় নিশ্চিত বাংলাদেশের। এই রিপোর্ট লেখা পর্যন্ত লেবাননের বিপক্ষে ৬-০ গোলে এগিয়ে রয়েছে চীন। বড় কোন অঘটন না ঘটলে এই ম্যাচে চীনের জয় নিশ্চিত। আর এতেই নিশ্চিত হয়ে যাবে সেরা ৩ রানার্স আপের একটি হয়ে বাংলাদেশের মূল পর্বে খেলা।

Previous articleকাতারের পথে বসুন্ধরা কিংস; পৌঁছে গেছেন কিউবা মিচেল!
Next articleলাওস থেকে দেশে নয়, ইংল্যান্ডে ছুটিতে বাটলার; নারী ফুটবলে পুষ্টি বিতর্কে বাফুফের জবাব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here