দীর্ঘ বিরতির পর আবারও মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা, যা এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে ধরা হচ্ছে। আগামীকাল থেকে শুরু হবে ক্যাম্প, যদিও অনুশীলন মাঠে গড়াবে পরশু থেকে।
সবশেষ গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এরপর প্রায় দুই মাস কোনো ম্যাচ বা ক্যাম্প ছিল না। অবশেষে সেপ্টেম্বর উইন্ডোকে সামনে রেখে আবারও শুরু হচ্ছে জামালদের ব্যস্ততা।
নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ৬ ও ৯ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ও নেপাল। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে নেপাল ১৭৬তম, বাংলাদেশ ১৮৪তম স্থানে রয়েছে। র্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে এই ম্যাচ দুটি মূলত এশিয়ান কাপের বাছাইয়ের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।
বসুন্ধরা কিংসের জাতীয় দলের ফুটবলাররা বর্তমানে দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ খেলছেন। তারা ১৫ আগস্ট ক্যাম্পে যোগ দেবেন। এরই মধ্যে ৩৬ দিনের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা এবং খেলোয়াড়দের আগেই টিম হোটেলে উঠেছেন তিনি।
তবে হামজা চৌধুরী ও শমিত সোমকে নেপালের বিপক্ষে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে, কারণ তারা নিজ নিজ ক্লাবের ব্যস্ততায় রয়েছেন। জাতীয় দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, কোচ কাবরেরা দুজনকে দলে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন।
আগামী অক্টোবর মাসে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে খেলবে বাংলাদেশ। ৯ অক্টোবর ঢাকায় এবং ১৪ অক্টোবর হংকংয়ে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। এখন পর্যন্ত দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে, হংকং চার পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।