বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। বাস্তব মাঠের লড়াইয়ের পাশাপাশি ভার্চুয়াল দুনিয়াতেও ফুটবল ভক্তদের অন্যতম প্রিয় মাধ্যম ফিফা গেম অ্যাপ। সেখানে এখনো বাংলাদেশের নাম নেই। তবে এবার সেই শূন্যতা পূরণে উদ্যোগ নিচ্ছে বাফুফে।

ফিফা গেমে ফুটবলপ্রেমীরা তাদের পছন্দের দল ও খেলোয়াড় নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। বাংলাদেশেও অনেক তরুণ আগ্রহ নিয়ে এই গেম খেলে থাকেন। কিন্তু বাংলাদেশি দল বা খেলোয়াড়দের প্রোফাইল না থাকায় তাদের হতাশ হতে হয়। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এ নিয়ে আশাবাদী, “এটা এখন আমাদের দায়িত্ব যে, ফিফা গেম অ্যাপে বাংলাদেশ যুক্ত হবে। যেন সমর্থকরা বাংলাদেশ নিয়েই বিশ্বের অন্য দেশের সঙ্গে খেলতে পারে।”

সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ই-স্পোর্টসকে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যেই বাফুফে ই-ফুটবল নিয়ে পরিকল্পনা হাতে নিয়েছে। তাবিথ আউয়াল বলেন, “আমরা ই-ফুটবলকে সামনে রেখে কাজ শুরু করছি।”

আগামী ডিসেম্বর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হবে ই-ফিফা বিশ্বকাপ। তার আগে আগস্ট-সেপ্টেম্বরের বাছাইপর্ব ও অক্টোবর-নভেম্বরের রিজিওনাল প্রতিযোগিতার মধ্য দিয়ে দলগুলো বিশ্বকাপে জায়গা করে নেবে। সেখানে ভালো করতে পারলে বাংলাদেশকেও দেখা যেতে পারে বিশ্বমঞ্চে।

গত বছরের ২৬ অক্টোবর দায়িত্ব নেওয়ার পর থেকে বাফুফে নতুনত্ব আনছে ফুটসাল ও ই-ফুটবলের মাধ্যমে। তবে ফুটবলসংশ্লিষ্টদের মতে, আধুনিক এই উদ্যোগের পাশাপাশি মাঠের উন্নয়ন, জুনিয়র লিগ ও বয়সভিত্তিক প্রতিযোগিতার দিকেও সমান মনোযোগ দেওয়া জরুরি—যাতে আগামী দিনগুলোতে মাঠ ও ভার্চুয়াল উভয় ক্ষেত্রেই বাংলাদেশ শক্ত অবস্থান তৈরি করতে পারে।

Previous articleনেপালের বিপক্ষে দাপুটে জয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
Next articleএশিয়ান কাপ মিশন সামনে রেখে আত্মবিশ্বাসী অনূর্ধ্ব-২৩ দল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here