নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারেনি বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ (মঙ্গলবার) বিকেল ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 0372 ফ্লাইটে কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরার কথা ছিল দলের। কিন্তু আন্দোলনরত ছাত্র-জনতার অবরোধ ও এয়ারপোর্টে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় যাত্রা স্থগিত হয়েছে।

বাফুফে মিডিয়া বিভাগ দুপুর পৌনে তিনটার দিকে আনুষ্ঠানিকভাবে জানায়, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপাল থেকে নির্ধারিত সময়ের একদিন আগে আজ বেলা ৩:০০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল। তবে নেপালের বর্তমান পরিস্থিতিতে যাত্রা স্থগিত করা হয়েছে। দলের ফেরার বিষয়ে পরবর্তী আপডেট দ্রুত জানানো হবে।’

দলের ম্যানেজার আমের খান বলেন, ‘আমরা ঝুঁকি নিয়ে বিমানবন্দর যাইনি। নেপাল আমাদের স্কট (নিরাপত্তা) দিয়ে এয়ারপোর্টে পৌঁছে দিতে পারেনি। এখন আবার হোটেলে রুম নেওয়া হয়েছে। শুনেছি এয়ারপোর্ট অবরুদ্ধ। নতুন করে টিকিট করাও এখন অনিশ্চয়তা কারণ এখানে পরিস্থিতি বেশ উত্তপ্ত।’

কাঠমান্ডুর বিভিন্ন স্থানে গোলাগুলি ও জ্বালাও পোড়াও চলছে। বাংলাদেশ দলের হোটেলের কাছাকাছিও উত্তেজনা ছড়িয়ে পড়লেও ফুটবলাররা আপাতত নিরাপদেই রয়েছেন।

প্রসঙ্গত, টানা দুই দিনের বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি আজ পদত্যাগ করেছেন। আন্দোলনের অংশ হিসেবে উত্তেজিত জনতা রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন স্থানে সহিংসতা চালায়। আক্রমণের শিকার হয় ওলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাসভবন, এমনকি রাজনৈতিক দলগুলোর কার্যালয়ও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

Previous articleকাঠমান্ডুতে অস্থিরতা, অনিশ্চয়তায় বাংলাদেশ-নেপাল ম্যাচ
Next articleসিঙ্গাপুরকে ৪-১ গোলে বিধ্বস্ত করে শেষটা রাঙাল বাংলাদেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here