এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইয়ে টানা দুই ম্যাচ হেরে আগেই চূড়ান্ত পর্বের আশা শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের। তবে গ্রুপের শেষ ম্যাচে দুর্দান্ত লড়াইয়ে সিঙ্গাপুরকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে আসর শেষ করেছে অনূর্ধ্ব-২৩ দল। ফাহামিদুল ইসলাম, আল আমিন, মহসিন আহমেদ ও শেখ মোরসালিন করেছেন গোল।

ভিয়েতনামে হওয়া ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য ড্রতে শেষ করে দুই দল। তবে বিরতির পর মাঠে নামতেই বদলে যায় বাংলাদেশের চেহারা। ফাহামিদুল ইসলামের নামার পর আক্রমণে গতি পায় দল। শেষ ২০ মিনিটে একে একে ৫ গোল হয় ম্যাচে!

৭০ মিনিটে সতীর্থের পাস থেকে বক্সের বাইরে দাঁড়িয়ে দুর্দান্ত ডান পায়ের শটে প্রথম গোল করেন ফাহামিদুল। দুই মিনিট পর আল আমিন একক প্রচেষ্টায় বক্সে ঢুকে কোনাকুনি শটে জালে বল জড়ান।

৮০ মিনিটে মহসিন আহমেদ সহজ ফাঁকা পোস্টে গোল করে ব্যবধান বাড়ান ৩-০ তে। দুই মিনিট পরই অসাধারণ এক শটে দূরপাল্লার গোল করেন শেখ মোরসালিন। যোগ করা সময়ে খাইরিন নাদিম একটি গোল শোধ করলেও তাতে হার এড়াতে পারেনি সিঙ্গাপুর।

বাংলাদেশ শেষ পর্যন্ত ৪-১ গোলে জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করে স্বস্তি পেয়েছে।

Previous articleকাঠমান্ডুর অস্থিরতায় আটকা পড়েছে বাংলাদেশ দল
Next articleকাঠমান্ডুতে অচলাবস্থা, বিশেষ ফ্লাইটে দেশে ফিরবেন জামালরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here