সরকারবিরোধী আন্দোলনে কার্যত অচল হয়ে পড়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু। কারফিউ ভেঙে রাস্তায় নেমে এসেছে ছাত্র-জনতা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এই অচলাবস্থার মধ্যেই আগামীকাল বিশেষ ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। একই ফ্লাইটে দেশে ফিরবেন ম্যাচ কাভার করতে যাওয়া বাংলাদেশি সংবাদকরাও।

তার আগে আজ বিকেল ৩টায় জাতীয় দলের ফ্লাইট থাকার কথা ছিল। কিন্তু দুপুরের পর আন্দোলনকারীদের তাণ্ডবে সেটি স্থগিত হয়ে যায়। সেখানে থাকা টি-স্পোর্টসের রিপোর্টার মমিন রোহনের বরাতে জানা যায়, আন্দোলনকারীরা দলীয় হোটেলের গেট ভাঙচুরের চেষ্টা চালায়। তাদের ধারণা ছিল সরকারপন্থীরা ওই হোটেলে আশ্রয় নিয়েছে। পরে হোটেল কর্তৃপক্ষ পরিস্থিতি সামলে নেয়। তবে কিছুক্ষণ পর হোটেলের পাশের এক রাজনীতিবিদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা।

জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ভিডিও বার্তায় পরিস্থিতির উত্তেজনা সম্পর্কে নিশ্চিত করেছেন।

Previous articleসিঙ্গাপুরকে ৪-১ গোলে বিধ্বস্ত করে শেষটা রাঙাল বাংলাদেশ
Next articleবিক্ষোভের মধ্যেও জাতীয় দলের নির্বিঘ্ন প্রত্যাবর্তনে সরকার সক্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here