ফিফা প্রীতি ম্যাচ খেলতে গিয়ে নেপালের কাঠমান্ডুতে সরকারবিরোধী আন্দোলনে আটকা পড়েছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ও ম্যাচ কাভার করতে যাওয়া ক্রীড়া সাংবাদিকরা। তবে টানা অনিশ্চয়তার পর এখন তাদের দেশে ফেরার অপেক্ষা। গত মঙ্গলবার বন্ধ হয়ে যাওয়া কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর গতকাল (বুধবার) সন্ধ্যা ৬টায় খুলে দেওয়ার পর বাংলাদেশ সরকারের পাঠানো বিশেষ ফ্লাইটে ফেরার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় খেলোয়াড় ও সাংবাদিকদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে। তবে ঢাকা থেকে বাংলাদেশ সরকারের পাঠানো বিমানবাহিনীর সি-১৩০বি এয়ারক্রাফট (১৫৩৭) এখনও এয়ারপোর্টে পৌঁছায়নি। বিমানটি আনুমানিক দুপুর ১:৩০ মি. পৌছানোর কথা রয়েছে। তাতে ফ্লাইট বিলম্ব হচ্ছে।’

জাতীয় দলের ফুটবলার ও ক্রীড়া সাংবাদিকরা নিরাপদে আছেন এবং ইতোমধ্যে মধ্যাহ্নভোজ সেরে নিয়েছেন। বৃহস্পতিবার সকালে হোটেল থেকে এয়ারপোর্টে পৌঁছান তারা।

উল্লেখ্য, গত বুধবার দেশে ফেরার কথা থাকলেও পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় তা স্থগিত করা হয়। তবে নেপাল সরকারের পতন ও পরবর্তী স্থিতিশীলতার পর এয়ারপোর্ট খুলে গেলে বাংলাদেশ সরকার দ্রুত বিশেষ উদ্যোগ নেয় জামাল ভূঁইয়াদের দেশে ফেরাতে।

Previous articleনেপাল থেকে দেশে ফিরছে বাংলাদেশ ফুটবল দল
Next articleবিশেষ ফ্লাইটে দেশে ফেরার পথে বাংলাদেশ ফুটবল দল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here