নতুন মৌসুমে বেশ বড়সড় পরিবর্তন নিয়ে মাঠে নামছে বসুন্ধরা কিংস। ইতিমধ্যেই হাইপ্রোফাইল আর্জেন্টাইন কোচ মারিও গোমেজকে নিয়োগ দিয়েছে ক্লাবটি। এবার ফিটনেস ট্রেনার হিসেবে ফরাসি খলিল চাকরুনকে আবারো ফিরিয়েছে তারা। গত মৌসুমে ক্লাবটির হয়ে কাজ করেছেন তিনি।
খলিল চাকরুনের বায়োডাটা বেশ সমৃদ্ধ। সর্বশেষ তিনি কাজ করেছেন ওমানের আল সিব ক্লাবে। এর আগে তিনি ইন্দোনেশিয়ার বালি ইউনাইটেড, বুলগেরিয়ার লুডোগোরেটস, সার্বিয়ার রেড স্টার বেলগ্রেডের অনূর্ধ্ব-১৯, রোমানিয়ার এসিএস ফরেস্টা সুসেভা, সিএস কনকরডিয়া সিয়ানজা ও এফসি আস্ট্রা জিউরজিউ অনূর্ধ্ব-১৯ দলের ফিটনেস কোচ ছিলেন।
যদিও গত মৌসুমে কিংসের দায়িত্ব ছাড়ার পর বেতন বকেয়া থাকায় ফিফায় অভিযোগ করেছিলেন তিনি। অবশ্য দুই পক্ষের সমঝোতায় সে জটিলতা সমাধান হয়েছে। ইতিমধ্যেই কিংসের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেছেন তিনি।