২০২৪-২৫ মৌসুম শেষ হয়েছে তিন মাসের বেশি আগে। নতুন মৌসুম মাঠে গড়াতে বাকি আর পাঁচ দিন। এর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠানের পাশাপাশি দিল সদ্য সমাপ্ত লিগের ব্যক্তিগত পুরস্কার।
গোলের খেলা ফুটবল হলেও লিগের সর্বোচ্চ গোলদাতার জন্য আগে কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি ছিল না বাফুফের। সমালোচনার মুখে গত মৌসুম থেকে চালু হয় এই পুরস্কার। সঙ্গে যোগ হয়েছে সেরা খেলোয়াড় ও সেরা গোলরক্ষকের স্বীকৃতিও। এবার রহমতগঞ্জের ঘানাইয়ান ফরোয়ার্ড স্যামুয়েল বোয়েটাং ২১ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। যদিও নতুন মৌসুমে তিনি যোগ দিয়েছেন মোহামেডানে। তাই আজকের অনুষ্ঠানে কালো-সাদার জার্সি গায়ে মাঠে নয়, মঞ্চে উঠেই নিলেন সর্বোচ্চ গোলদাতার ক্রেস্ট।
সেরা গোলরক্ষক হয়েছেন আবাহনীর মিতুল মারমা। তবে আলোচনার জন্ম দেয় সেরা খেলোয়াড় দিয়াবাতের পুরস্কার গ্রহণ। গত মৌসুমে মোহামেডানের হয়ে দুর্দান্ত খেলে এই স্বীকৃতি পান তিনি। কিন্তু নতুন মৌসুমে যোগ দিয়েছেন আবাহনীতে। আজকের অনুষ্ঠানে না আসায় তার ক্রেস্ট নিয়ে তৈরি হয় খানিক দ্বিধাদ্বন্দ্ব। শেষ পর্যন্ত আবাহনীর প্রতিনিধি মানস দাস ধলু দিয়াবাতের হয়ে পুরস্কার গ্রহণ করলে মঞ্চে বসে থাকা মোহামেডানের এক কর্মকর্তা রসিকতার ছলে বলেন, “মোহামেডানের হয়ে সেরা খেলোয়াড় হলো অথচ পুরস্কার নিচ্ছে আবাহনী।”
ক্রেস্ট হাতে নিয়ে বোয়েটাং নিজের লক্ষ্য জানালেন, “এটি আমার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি। ২০২১ সালে ঘানার দ্বিতীয় স্তরে ২১ গোল করেছিলাম। বাংলাদেশে প্রথম মৌসুমেই সর্বোচ্চ গোলদাতা হতে পেরে খুশি। এখন মোহামেডানে এসেছি, এখানেও একই সাফল্য চাই।”
প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ থেকেও দেওয়া হয়েছে ব্যক্তিগত পুরস্কার। ৮ গোল করে পিডব্লিউডি’র মিনহাজুল করিম স্বাধীন হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। যদিও ঘোষণার সময় যৌথভাবে শীতলের নামও ছিল, আনুষ্ঠানিক বিবৃতিতে এসেছে শুধু স্বাধীনের নাম।
কোচদের মধ্যে পুরস্কার পেয়েছেন মোহামেডানকে ২৩ বছর পর লিগ শিরোপা জেতানো আলফাজ আহমেদ। খেলোয়াড়ি জীবনে বহু ক্রেস্ট জেতা আলফাজের জন্য কোচ হিসেবে এটি প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি।
অনুষ্ঠান শেষে ওঠে পুরনো প্রসঙ্গ—এক দশকের বেশি সময় ধরে বন্ধ থাকা বাফুফের অ্যাওয়ার্ড নাইট। এ বিষয়ে লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, “ফুটবলাররা মাঠেই ট্রফি নিয়ে উৎসব করতে চান। এজন্য মাঠে ট্রফি প্রদান করা হচ্ছে। আর মাঠে ট্রফি দেওয়ার পর আলাদা অ্যাওয়ার্ড নাইট আয়োজনের সুযোগ থাকে না।”