বাংলাদেশ চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হলো ঘরোয়া ফুটবলের ২০২৫-২৬ মৌসুম। যেখানে গত মৌসুমের লিগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। দুই চ্যাম্পিয়নের লড়াইয়ে শেষ হাসি বসুন্ধরা কিংসের। কুমিল্লায় মোহামেডানকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে জিতে নিয়েছে মৌসুমের প্রথম শিরোপা।
কুমিল্লায় ম্যাচের শুরু থেকেই ছিল বিতর্ক। মাঠের অবস্থা নিয়ে সমর্থকদের হতাশ এবং সময়মত মাঠ প্রস্তুত না হওয়ায় খেলা শুরু হয় নির্ধারিত সময়ের বেশ কিছু সময় পর। ম্যাচের ৭ম মিনিটে পেনাল্টি থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোল করে কিংসকে এগিয়ে দেন। তবে বেশিক্ষণ ব্যবধান টেকেনি। ১৩তম মিনিটে পেনাল্টি থেকেই সমতায় ফেরে মোহামেডান—গোল করেন উজবেক মিডফিল্ডার মুজাফফর মুজাফফরভ। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।
প্রথমার্ধে হলুদ কার্ড দেখা সোহেল রানা ৬৩তম মিনিটে আবারো ফাউল করে দ্বিতীয় হলুদ থেকে লাল কার্ড দেখেন। ফলে কিংস পরিণত হয় ১০ জনের দলে। কিন্তু সংখ্যাগত ঘাটতি তাদের থামাতে পারেনি, বরং উল্টো চেপে ধরে প্রতিপক্ষকে। ৬৬তম মিনিটে দুর্দান্ত এক ভলিতে গোল করে কিংসকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান রাফায়েল অগাস্তো।
এরপর ৭৪তম মিনিটে ডরিয়েলটনের পাস থেকে গোল করেন মোহামেডানের সাবেক ফুটবলার ইমানুয়েল সানডে। ম্যাচের শেষ দিকে ৮৬তম মিনিটে আবারো জ্বলে ওঠেন ডরিয়েলটন, নিজের দ্বিতীয় এবং দলের হয়ে করেন চতুর্থ গোল। এ সময় ৮০তম মিনিটে মোহামেডান সমর্থকদের ছোড়া স্মোক ফ্লেয়ারের কারণে কিছুক্ষণ খেলা বন্ধও ছিল। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি।
ফলাফল—১০ জন নিয়েই মোহামেডানকে ৪-১ ব্যবধানে হারিয়ে বাংলাদেশ চ্যালেঞ্জ কাপের মুকুট ধরে রাখল বসুন্ধরা কিংস। একইসঙ্গে নতুন মৌসুম শুরু করলো শিরোপা জয়ের আত্মবিশ্বাস নিয়ে। অপরদিকে দ্বিতীয়বারের চেষ্টায়ও চ্যালেঞ্জ কাপের শিরোপা জেতা হলোনা মোহামেডানের।