চীনের লিজাংয়ে তিয়ানইউ লিওফাং অনূর্ধ্ব-১৭ আমন্ত্রিত টুর্নামেন্ট খেলছে বাফুফে এলিট একাডেমি। রোববার (২১ সেপ্টেম্বর) গ্রুপ পর্বের প্রথম ম্যাচে চীনের সেনইয়াং অনূর্ধ্ব-১৭ দলকে ৪-০ গোলে উড়িয়ে যাত্রা শুরু করে যুবারা। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার একাডেমি দলকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে আগামী প্রজন্মের তারকারা!

ম্যাচের ১ম মিনিটেই নাঈমের গোলে এগিয়ে যায় বাফুফে এলিট একাডেমি। এরপর ১৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তাহসান। ২২তম মিনিটে রনি গোল করে স্কোরলাইন করেন ৩-০। ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান আরো বাড়ান হেদায়েত। ৪৩তম মিনিটে তাহসানের জোড়া গোলে বিরতির আগেই স্কোরলাইন হয় ৫-০।

দ্বিতীয়ার্ধে ৫২তম মিনিটে জালের ঠিকানা খুঁজে নেন স্বপন। আর ম্যাচের শেষ ভাগে ৭১তম ও ৭৬তম মিনিটে জোড়া গোল করে ৮-০ গোলের বড় জয় নিশ্চিত করেন মেহেদী। আমন্ত্রণমূলক এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল বাফুফে এলিট একাডেমির প্রতিপক্ষ ইউহান অ-১৭ দল।

Previous articleজয় দিয়ে শুরু বাংলাদেশের যুবাদের চীন যাত্রা!
Next articleফেড কাপে ফর্টিসের কাছে আটকালো কিংস; জিতেছে মোহামেডান!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here