মাঠে গড়ালো ২০২৫-২৬ মৌসুমের ফেডারেশন কাপ। ঘরোয়া ফুটবলে মর্যাদার দিক দিয়ে দ্বিতীয় স্থানে থাকা এই আসরের শুরুতেও মাঠ ও সম্প্রচার নিয়ে রয়েছে তুমুল হতাশা। একদিকে মাঠের বেহাল দশা অপরদিকে নামমাত্র সম্প্রচার – দুইয়ে মিলে সমর্থকদের জন্য যেন খেলা দেখা চোখের শাস্তি! তারপরও মাঠে গড়িয়েছে খেলা এবং পুলিশের বিপক্ষে জয় পেয়েছে মোহামেডান; আর ফর্টিসের সঙ্গে ড্র করেছে বসুন্ধরা কিংস।

কুমিল্লায় ম্যাচের ৯ম মিনিটে ইসা ফয়সালের গোলে এগিয়ে যায় পুলিশ এফসি। অবশ্য মিনিট দুয়েক পরেই মোহামেডানকে সমতায় ফেরান স্যামুয়েল বয়টেং। ৩০তম মিনিটে আবারো পুলিশকে এগিয়ে দেন দানিলো কুইপা। দ্বিতীয়ার্ধে ৪৭তম মিনিটে আবারো দলকে সমতায় ফেরান স্যামুয়েল। আর ৭৩তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে দলের জয় নিশ্চিত করে দেন এই ঘানাইয়ান স্ট্রাইকার।

এদিকে কিংস অ্যারেনায় ফর্টিসের সঙ্গে গোলশূন্য প্রথমার্ধ কাটায় বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮তম মিনিটে কিংসকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ডরিয়েলটন। তবে ম্যাচের শেষ দিকে ৮৫তম মিনিটে তারিক কাজীর আত্মঘাতী গোলে সমতায় ফেরে ফর্টিস। শেষ পর্যন্ত এই ব্যবধান বজায় থাকলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

Previous articleলংকানদের ৮ গোলে হারালো বাংলাদেশের যুবারা!
Next articleপাকিস্তানকে হারানোর ছক কষছে বাংলাদেশ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here