অ-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলা থেকে ১ ধাপ দূরে বাংলাদেশ। গ্রুপ পর্বে দুই ম্যাচে নেপাল ও শ্রীলঙ্কাকে উড়িয়ে সেমিতে জায়গা করে নিয়েছে গোলাম রব্বানী ছোটন শিষ্যরা। সেমিতে প্রতিপক্ষ এ গ্রুপের রানার্স আপ পাকিস্তান। তাদের হারিয়ে ফাইনাল খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশের যুবারা।
আগামী ২৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বোতে ১ম সেমি ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে পাকিস্তান ৩ ম্যাচে ২টি জয় ও ১টি হারের স্বাদ পেয়েছে। এবার ফাইনালে উঠার লড়াইয়ে তাদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে গ্রুপ পর্বে পাওয়া দুই জয় থেকে আত্মবিশ্বাস খুঁজছে বাংলাদেশ। ডিফেন্ডার আহসান হাবিব রেদোয়ান বলেন, “কোচ আমাদের সুন্দরভাবে প্র্যাকটিস সেশন শেষ করেছে। তার প্ল্যান অনুযায়ী আমরা প্র্যাকটিস করেছি। আগামী ম্যাচ পাকিস্তানের বিপক্ষে, সে অনুযায়ী আমরা আজকে কাজ করেছি, কালকেও করবো। খেলা নিয়ে অনেক এনালাইসিস হয়েছে। ইনশাআল্লাহ্ আমরা পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে ফাইনাল নিশ্চিত করতে চাই।”
এদিকে বাংলাদেশের সহকারী কোচ জাহাঙ্গীর আলম মিন্টু জানান, “আমরা ১ দিন বিরতি দিয়ে আজ অনুশীলন শেষ করলাম। যেহেতু আমাদের সামনে সেমি ফাইনাল ম্যাচ, প্রতিপক্ষ পাকিস্তান; তাদের শক্তি ও দুর্বলতা নিয়ে আমরা কাজ করেছি। যেহেতু পাকিস্তানের উইঙ্গাররা ভালো, তাই আমরা কিভাবে ডিফেন্ডিং ভালো করবো এবং কিভাবে অ্যাটাকে ফিনিশ করতে পারবো। ইনশাআল্লাহ্ আপনারা সবাই দোয়া করবেন, যেন আমরা ভালো কিছু উপহার দিতে পারি।”