অ-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতা হলো না বাংলাদেশের। পুরো আসর জুড়ে দুর্দান্ত খেলা বাংলাদেশ শেষ পর্যন্ত হারলো টাইব্রেকারে। এর আগে শেষ মিনিটে দুর্দান্ত গোলে ম্যাচে ফিরে লাল সবুজের যুবারা। কিন্তু শেষ পর্যন্ত কপাল পুড়লো টাইব্রেকারে!
কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে ম্যাচের ৩য় মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ভারতের হয়ে গোল করেন দালালমৌন চাঙতে। ২৫তম মিনিটে বাংলাদেশকে সমতায় ফেরান মোহাম্মদ মানিক। তবে ৩৮তম মিনিটে আজলান শাহর গোলে আবারো এগিয়ে যায় ভারত। এরপর ম্যাচে ফেরার চেষ্টা চালিয়েও সফল হচ্ছিলো না বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধেও বেশ কিছু দুর্দান্ত সুযোগ তৈরি করে বাংলাদেশ। তবে কিছুতেই গোলের দেখা মিলেনি। মাঝে ভারতের বক্সে দুটি হ্যান্ডবলের আবেদন তুমুল উত্তেজনা ছড়ায়। ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে উচ্ছ্বাসে মেতে ওঠে বাংলাদেশ। সাব্বিরের লম্বা থ্রো থেকে তৈরি হওয়া জটলায় বল জালে জড়িয়ে দেন ইহসান হাবিব রিদুয়ান। ফলে ২-২ সমতায় থাকা ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে প্রথম শটে গোল করে ভারত। তবে প্রথম শট মিস করেন বাংলাদেশের রিদুয়ান। এরপর ভারত দ্বিতীয় শটেও গোল করে। তবে বাংলাদেশের দ্বিতীয় শট আটকে দেন ভারতীয় গোলকিপার। তৃতীয় শটেও গোল করে ভারত, তৃতীয় শটে এসে প্রথম গোল করেন বাংলাদেশের মানিক। এরপর চতুর্থ শটে ভারত গোল করলে নিশ্চিত হয়ে যায় তাদের জয়। ফলে ৭ম বারের মতো অ-১৭ সাফের চ্যাম্পিয়ন হয় ভারত।