হামজা চৌধুরীর আগমন উপলক্ষে আজ সকাল থেকেই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে অপেক্ষায় ছিলেন সাংবাদিকরা। সকাল সাড়ে ১১টায় ভিআইপি গেট দিয়ে বের হন হামজা।
সাংবাদিকদের উদ্দেশ্যে দূর থেকেই হাত নেড়ে অভিবাদন জানান ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা হামজা। পরে পুলিশ পাহারায় বাফুফের একটি গাড়িতে উঠে যান তিনি। হামজা এখন উঠবেন টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে। বিকেলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে হামজার।
হামজাকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাফুফের নির্বাহী সদস্য ইকবাল হোসেন এবং কামরুল হাসান হিল্টন।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ২৫ মার্চ প্রথম ম্যাচে শিলংয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র। এরপর ঘরের মাঠে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে পরাজয় ১-২ ব্যবধানে।
‘সি’ গ্রুপ থেকে শীর্ষ দুইয়ে থাকা হংকং ও সিঙ্গাপুরের পয়েন্ট সমান ৪ করে। আর একটি করে পয়েন্ট পেয়ে তালিকার তিন ও চারে বাংলাদেশ এবং ভারত।