এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আগেই ডাক পড়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরির। সেই ডাকের সাড়া দিয়ে আজ (সোমবার) সকাল ১১টায় ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশের এই তারকা মিডফিল্ডার। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে দুপুর ১২টার দিকে হোটেলে পৌঁছান তিনি। ভ্রমণক্লান্ত থাকলেও সামান্য বিশ্রাম নিয়েই বিকেল ৫টায় জাতীয় দলের অনুশীলনে যোগ দেন হামজা।

৩০ সেপ্টেম্বর থেকেই হংকংয়ের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি শুরু করেছিল বাংলাদেশ দল। সপ্তাহজুড়ে চলা অনুশীলনে হামজার অনুপস্থিতি কিছুটা শূন্যতা তৈরি করেছিল। তবে আজ তাকে দলে পেয়ে সেই শূন্যতা যেন পূরণ হয়েছে। অনুশীলন মাঠে তার উপস্থিতিতে তৈরি হয় বাড়তি উদ্দীপনা—খেলোয়াড়দের মাঝে হাসিঠাট্টা, ছবি তোলা, আর খানিকটা নতুন উদ্যম।

ভ্রমণের ক্লান্তি ভুলে অনুশীলনে প্রাণবন্ত হামজাকে দেখা গেছে হাসিমুখে সতীর্থদের সঙ্গে হাত মেলাতে। সামনে ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচ ঘিরে ফুটবলারদের মাঝে চাপ থাকলেও হামজার আগমন যেন তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।

এর আগেও এমনটা করেছিলেন হামজা—গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে সকালে এসে বিকেলে অনুশীলনে যোগ দিয়েছিলেন। এবারও যেন সেই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটল।

আজ বিকেল ৫টায় জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া অনুশীলন চলে প্রায় দুই ঘণ্টা। প্রথম ১৫ মিনিট মিডিয়ার জন্য উন্মুক্ত ছিল, যেখানে দেখা যায় ডিফেন্ডার তপু বর্মণকে দৌড়ের প্রস্তুতি নিতে। হামজার উপস্থিতিতে যেমন মিডিয়ার আগ্রহ বেড়েছিল, তেমনি দলের ভেতরেও উচ্ছ্বাস ছিল স্পষ্ট।

তবে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আজ কারও সঙ্গেই গণমাধ্যমের কথা বলার সুযোগ দেননি—না খেলোয়াড়, না কোচিং স্টাফদের। মাঠে সাফল্য সীমিত হলেও কোচের এই বিধিনিষেধ ও বাড়তি আবদার এখন আলোচনায়।

Previous articleঢাকায় পৌঁছেছেন হামজা চৌধুরী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here