দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে শুরু হচ্ছে নতুন এক যাত্রা। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ ক্লাব নারী চ্যাম্পিয়নশিপ, যেখানে বাংলাদেশ নারী লিগের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমি প্রতিনিধিত্ব করবে লাল-সবুজদের। আগামী ৫ থেকে ২০ ডিসেম্বর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের উদ্বোধনী আসর, আর প্রথম দিনেই মাঠে নামছে নাসরিন স্পোর্টস। প্রতিপক্ষ স্বাগতিক দেশের ক্লাব—এপিএফ

দক্ষিণ এশিয়ার পাঁচ দেশের সেরা পাঁচটি ক্লাব অংশ নিচ্ছে এবারের আসরে। তবে প্রথম সংস্করণে থাকছে না শ্রীলংকা ও মালদ্বীপের কোনো ক্লাব। নাসরিন স্পোর্টস ছাড়াও অংশ নিচ্ছে ভারতের ইস্টবেঙ্গল, ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেড, নেপালের এপিএফ ক্লাব এবং পাকিস্তানের করাচি সিটি এফসি

সোমবার প্রকাশিত ফিকশ্চার অনুযায়ী, পাঁচ দলই লিগ ভিত্তিতে খেলবে। লিগ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ২০ ডিসেম্বর ফাইনালে মুখোমুখি হবে।
নাসরিন স্পোর্টস একাডেমির ম্যাচ সূচি অনুযায়ী—

  • ৫ ডিসেম্বর: বনাম নেপালের এপিএফ
  • ৮ ডিসেম্বর: বনাম করাচি সিটি এফসি
  • ১৪ ডিসেম্বর: বনাম ইস্টবেঙ্গল
  • ১৭ ডিসেম্বর: বনাম ট্রান্সপোর্ট ইউনাইটেড

নারী লিগের সর্বশেষ আসরে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছিল নাসরিন স্পোর্টস একাডেমি। দলে ছিলেন জাতীয় দলের তারকা ফুটবলাররা—সাবিনা খাতুন, ঋতুপর্ণা, সানজিদা, কৃষ্ণা, মাসুরা প্রমুখ। ক্লাবটি ইতোমধ্যেই তাদের সবাইকে নেপালের আসরে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছে।

নাসরিন স্পোর্টস একাডেমির সাধারণ সম্পাদক নাসরিন আক্তার বেবী বলেন,

“আমাদের ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে যাদের পরিশ্রমে, তাদের সবাইকে আমি নেপালে ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলার প্রস্তাব দিয়েছি। যারা খেলতে চায় তারা যেন আগামী দুই-তিন দিনের মধ্যে জানায়—এই অনুরোধও করেছি। এখন দেখি কে কে খেলতে ইচ্ছুক।”

২০২৩-২৪ মৌসুমে আগের তিনবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস দল গঠন না করায়, তাদের খেলোয়াড়দের নিয়ে শক্তিশালী দল গড়েছিল নাসরিন স্পোর্টস একাডেমি। এবারও সেই ধারাবাহিকতা ধরে রেখে দক্ষিণ এশিয়ার মঞ্চে নিজেদের ছাপ রাখার প্রত্যাশায় তারা।

Previous articleদুপুরে ঢাকায় পা রাখলেন হামজা চৌধুরী, বিকেলেই অনুশীলনে মাঠে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here