হংকং, চায়নার বিপক্ষে বাংলাদেশের জার্সিতে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন শমিত সোম। দলের হয়ে সমতায় ফেরানো গোল করেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেননি এই তরুণ মিডফিল্ডার। ৩-২ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে লাল-সবুজেরা।

জাতীয় দলের হয়ে এটি ছিল শমিতের দ্বিতীয় ম্যাচ। গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হয়েছিল তার। দ্বিতীয় ম্যাচেই গোলের দেখা পেয়েছেন তিনি।

এই সাফল্যের পর কানাডিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ও তার ক্লাব ক্যাভালরি এফসি অভিনন্দন জানিয়েছে শমিতকে। সিপিএল তাদের ফেসবুক পেজে লিখেছে,‘ক্যাভালরি এফসির মিডফিল্ডার শমিত সোমকে অভিনন্দন, যিনি বাংলাদেশের জার্সিতে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে প্রথম গোলের দেখা পেলেন।’

পোস্টটির সঙ্গে যুক্ত করা হয়েছে একটি ছবি, যেখানে গ্যালারিতে থাকা তিনজন দর্শকের সঙ্গে বাংলাদেশের পতাকা হাতে দাঁড়িয়ে আছেন শমিত।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলতে বর্তমানে হংকংয়ে অবস্থান করছে বাংলাদেশ দল। মঙ্গলবার মুখোমুখি হবে দুই দল।

Previous articleহংকং গেলো বাংলাদেশ দল, শেষ মুহূর্তে পাসপোর্ট হাতে পেলেন ফাহমিদুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here