এএফসি উইমেনস অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে আজ (সোমবার) মাঠে নামছে বাংলাদেশ। কঠিন গ্রুপে পড়লেও আত্মবিশ্বাসী মেয়েদের কোচ সাইফুল বারী টিটু। তার বিশ্বাস, প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, মাঠে লড়াই করে নিজেদের প্রমাণ করবে বাংলাদেশ।
টিটু বলেন, ‘খেলার দিক থেকে মনে হয় আমাদের গ্রুপটা খুবই শক্তিশালী। তবুও আমরা আশাবাদী দারুণ কিছু করে দেখাতে এবং নিজেদের প্রমাণ করতে চাই।’
বাছাই পর্বের নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের সেরা দলই মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। তাই প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য।
আগামী ১৭ অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে প্রতিযোগিতায় শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। তার দুই দিন আগে মুখোমুখি হবে জর্ডান ও চাইনিজ তাইপে।