এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে হংকং, চায়নার বিপক্ষে ফিরতি লেগেও জয় পেল না বাংলাদেশ। কাই তাক স্পোর্টস পার্কে অনুষ্ঠিত ম্যাচে ১-১ গোলে ড্র করেছে হাভিয়ের কাবরেরার দল। ম্যাচের ৩৬ মিনিটে এগিয়ে যায় স্বাগতিক হংকং, তবে ৮৪ মিনিটে সমতা ফেরায় বাংলাদেশ। একের পর এক সুযোগ নষ্টের কারণে শেষ পর্যন্ত জয় নয়, ভাগ্য জুটেছে কেবল এক পয়েন্টের। এতে করে এশিয়ান কাপে খেলার স্বপ্নও কার্যত শেষ হয়ে গেছে জামাল ভূঁইয়াদের।

ম্যাচ শেষে সম্প্রচার চ্যানেলকে কাবরেরা বলেন,‘খুবই টাইট একটা ম্যাচ হয়েছে। আমরা জানতাম শুরু থেকেই এটি কঠিন হবে। বিশেষ করে প্রথম কয়েক মিনিট মাঠের অবস্থা আর দর্শকদের আবহের সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়েছিল। আমি মনে করি, বাংলাদেশ আবারও দুর্দান্ত খেলেছে। স্বাভাবিকভাবে আমার মনে হচ্ছে, আমরা ৩ পয়েন্ট পাওয়ার যোগ্য ছিলাম। কিন্তু এই উইন্ডো শেষ করেছি এক পয়েন্ট নিয়ে। তবে পয়েন্টের হিসাবের বাইরে গিয়ে বললে, ম্যাচটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল।’

ম্যাচে একটা সময় ১০ জনের দলে পরিণত হয় হংকং, চায়না। সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলাদেশ। বেশ কয়েকটি সহজ সুযোগ মিস করে সফরকারীরা। তারপরও কাবরেরা মনে করেন, জয়টা তার দলেরই প্রাপ্য ছিল।

তিনি আরও বলেন,‘দ্বিতীয়ার্ধেও আমরা প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করেছি। আমার মনে হয়, আমরাই জয়ের দাবিদার ছিলাম। আমাদের দলের পরিচয় এখন স্পষ্ট। দলটা ক্রমাগত উন্নতি করছে। যখন মনে হয়েছিল আগের ম্যাচের পারফরম্যান্স ছাড়িয়ে যাওয়া কঠিন, তখনও ছেলেরা ভালো ফুটবল খেলেছে। বিশেষ করে ম্যাচের দ্বিতীয়ার্ধে আমরা সত্যিই মানসম্পন্ন ফুটবল খেলেছি।’

শেষে ভক্তদের প্রতি বার্তা দিয়ে কাবরেরা বলেন,‘আমরা আবারও বলব, বিশ্বাস রাখুন। এই বিশ্বাসের পথটা সার্থক। আমরা সবাই একই লক্ষ্যে একতাবদ্ধ। আমরা জানি আমরা খুব ভালো খেলছি, পারফর্ম করছি, কিন্তু তিন পয়েন্টটাই আমাদের অভাব। একবার সেই তিন পয়েন্ট আমরা পেলে নিশ্চিতভাবেই পরবর্তী ধাপে পৌঁছাতে পারব। আশা করি, ভারতের বিপক্ষে পরের ম্যাচেই সেটা হবে।’

Previous articleহামজা-শমিতদের আগমনে নতুন জাগরণে বাংলাদেশ ফুটবল
Next articleকার্ড জটিলতায় ভারত ম্যাচে খেলতে পারবেন না ফাহমিদুল ইসলাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here