বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দিলেন জাতীয় দলের ডিফেন্ডার তারিক কাজী। গত এক বছরে নিয়মিত বেতন না পাওয়া এবং বিলম্বিত বেতন পাওয়ার হতাশা থেকে এই সিদ্ধান্ত তার। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে বিষয়টি জানান তিনি।

তারিক লিখেন, “এক বছরেরও বেশি সময় ধরে আমি অনিয়মিত ও বিলম্বিত বেতন পরিশোধের মধ্য দিয়ে গিয়েছি এমন এক সময়, যা আমাকে শুধু একজন পেশাদার হিসেবেই নয়, একজন মানুষ হিসেবেও পরীক্ষা করেছে। এটি শুধু আর্থিক কষ্ট ছিল না; এটি ছিল এক মানসিকচাপ, যা প্রকৃত পেশাদাররা নিঃশব্দে বহন করে। তবুও প্রতিদিন আমি একই ভালোবাসা নিয়ে জেগেছি মাঠে সবকিছু উজাড় করে দিয়েছি, আর অন্তরে লড়েছি এক নীরব যুদ্ধ: ভালোবাসা ও অবিচারের মাঝে।”

চুক্তি বাতিল করলেও বসুন্ধরা কিংসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরো লিখেন, “এই বিদায় কোনো রাগ থেকে নয় বরং সত্য, মর্যাদা এবং কৃতজ্ঞতা থেকে। আমি গর্বিত প্রতিটি ঘামের ফোঁটার জন্য, প্রতিটি লড়াইয়ের জন্য, প্রতিটি ট্যাকলের জন্য এবং প্রতিটি মুহূর্তের জন্য যখন আমি বসুন্ধরা কিংসের জার্সি পরে মাঠে নেমেছি গত ছয় বছরে। আমি বসুন্ধরা কিংস ছেড়ে যাচ্ছি গর্ব নিয়ে, কোন কষ্ট নিয়ে নয়। পরিস্থিতি যেমনই হোক, আমার হৃদয় ভরপুর থাকবে সেই বিশেষ মুহূর্তগুলোতে, যা আমি সারাজীবন মনে রাখব!”

২০১৯ সালে ফিনল্যান্ডের ক্লাব ইলভস থেকে বসুন্ধরা কিংসে পাড়ি জমান তারিক কাজী। ফিনল্যান্ডের বয়সভিত্তিক দল ও শীর্ষ স্তরে খেলা তারিক এরপর থেকে এখন পর্যন্ত কিংসের হয়ে ৭৬টি ম্যাচ খেলেছেন। বাংলাদেশ জাতীয় দলের হয়েও খেলেছেন ৩৩টি ম্যাচ। তারিক কাজীর চুক্তি বাতিলের বিষয়ে এখন পর্যন্ত বসুন্ধরা কিংসের কোন কর্মকর্তার কাছ থেকে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি। এবার দেখার অপেক্ষা তারিক কাজীর নতুন গন্তব্য হয় কোন ক্লাব!

Previous articleফিফা র‌্যাংকিংয়ে এক ধাপ এগোল বাংলাদেশ
Next articleবাছাইয়ে বড় হারে এশিয়ান কাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের মেয়েদের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here