এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের মূলপর্বে জায়গা পেতে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। কিন্তু শক্তিশালী চাইনিজ তাইপের বিপক্ষে সেই স্বপ্ন পূরণ হয়নি অর্পিতা বিশ্বাসদের। জর্ডানের আকাবায় শুক্রবার রাতে বাছাইয়ের শেষ ম্যাচে ৫-০ গোলের বড় ব্যবধানে হেরে বিদায় নেয় কোচ সাইফুল বারী টিটুর দল।

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৫২ ধাপ এগিয়ে থাকা চাইনিজ তাইপে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ম্যাচের চতুর্থ মিনিটেই রক্ষণের ভুলে পেনাল্টি পেয়ে এগিয়ে যায় তারা। বাংলাদেশের ডিফেন্ডার সুরভী রানীর ফাউলে পাওয়া স্পট কিক থেকে গোল করেন উ চাই জুয়াঙ। মেঘলা রানী রায় বলের লাইনে ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারেননি।

প্রথম গোলের পর আরও চাপে পড়ে বাংলাদেশ। নিজেদের অর্ধে ঘন ঘন ভুল পাসে বিপদে পড়ে মেয়েরা। ১৫ মিনিটের পর বা প্রান্ত দিয়ে একাধিকবার আক্রমণ সাজানোর চেষ্টা করেন মামনি চাকমা, কিন্তু তার ক্রসগুলো বেশিরভাগ সময় পৌঁছায়নি ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতির কাছে।

২৮ মিনিটে একবার ভাগ্যের জোরে রক্ষা পায় বাংলাদেশ। চাইনিজ তাইপের চঙ উ শিনের শট পোস্টে লেগে ফিরে আসে। তবে ৩৪ মিনিটে আর রক্ষা হয়নি—ফ্রি কিক থেকে নেওয়া শটে চুঙ উন চেইন গোলমুখের সামনে বল প্লেস করে ব্যবধান দ্বিগুণ করেন (২-০)। ৩৬ মিনিটে মামনি চাকমার ক্রস থেকে প্রীতির গোলে আশার আলো জ্বললেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। প্রথমার্ধ শেষ হয় দুই গোলে পিছিয়ে থেকে।

বিরতির পরও চাইনিজ তাইপে থামেনি। ৬৬ মিনিটে ওয়াং ই-আইয়ের শটে ব্যবধান বাড়ে (৩-০)। যোগ করা সময়ের প্রথম মিনিটে গোলকিপার মেঘলা রানীর ভুলে আরও একটি গোল হজম করে বাংলাদেশ। এর পরের মিনিটেই পঞ্চমবারের মতো জালে বল জড়ায় প্রতিপক্ষ।

শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় ব্যবধানে হেরে বাছাই পর্ব থেকেই বিদায় নেয় বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ মেয়েরা। চাইনিজ তাইপে এক পয়েন্ট পেলেই মূলপর্ব নিশ্চিত ছিল, আর জয় তাদের গ্রুপসেরা করেছে; অন্যদিকে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হলো আরেকবার।

Previous articleকিংসের সঙ্গে চুক্তি বাতিল করলেন তারিক কাজী!
Next articleলোগো–স্পন্সর অনিশ্চয়তায়ই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ড

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here