২২ দিনের বিরতি শেষে আবার মাঠে গড়াল বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ, আর দ্বিতীয় রাউন্ডেই জয়ের ধারায় ফিরেছে পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। নিজেদের মাঠ কিংস অ্যারেনায় ফর্টিজকে ২–১ গোলে হারিয়ে নতুন মৌসুমে প্রথম জয় তুলে নিল বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচ শুরুর মাত্র ৪০ সেকেন্ডের মাথায় ব্রাজিলিয়ান ডরিয়েল্টনের গোল ঘরোয়া ফুটবলে সাম্প্রতিক সময়ের দ্রুততম গোলগুলোর একটি। প্রথমার্ধ শেষ হয় কিংসের ১–০ লিডে। বিরতির পর ৬০তম মিনিটে ডান প্রান্ত থেকে আক্রমণে ফয়সাল আহমেদ ফাহিম নিখুঁত প্লেসিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন। ইনজুরি সময়ে ফর্টিজের ওকাফোর ব্যবধান কমালেও ফল বদলায়নি—২–১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে কিংস।
প্রথম রাউন্ডে মোহামেডানকে হারিয়ে চমক দেখিয়েছিল ফর্টিজ। আজ জিততে পারলে এককভাবে শীর্ষে উঠতে পারত তারা। কিন্তু হেরে গিয়ে সেই সুযোগ হাতছাড়া করতে হয়। অন্যদিকে কিংস ৪ পয়েন্ট নিয়ে এখন পুলিশ, রহমতগঞ্জ ও পিডব্লিউডির সঙ্গে যৌথভাবে টেবিলের চূড়ায়।
চ্যাম্পিয়নশিপ লিগ থেকে উঠে আসা পিডব্লিউডি দ্বিতীয় ম্যাচেও চমক ধরে রেখেছে। প্রথম ম্যাচে কিংসকে আটকে রাখার পর আজ আরামবাগকে ১–০ গোলে হারিয়েছে দলটি। ২২ মিনিটে একমাত্র গোলটি করেন আকবির।
আজকের রাউন্ড শেষে আবার এক মাসের বেশি বিরতিতে যাচ্ছে লিগ। আগামীকাল এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে কুয়েত উড়াল দেবে বসুন্ধরা কিংস, আর ১৮ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে এএফসি বাছাই প্লে–অফে নামবে বাংলাদেশ জাতীয় দল। এর আগে আগামী সপ্তাহে ফেডারেশন কাপের এ গ্রুপের দুইটি ম্যাচ মাঠে গড়াবে।