থাইল্যান্ড সফরের দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচেও দুঃস্বপ্ন কাটল না বাংলাদেশ নারী ফুটবল দলের। প্রথম ম্যাচে ৩–০ গোলের হার দিয়ে শুরু করা পিটার বাটলারের শিষ্যরা আজ আরও বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকদের কাছে। সোমবার থনবুরি বিশ্ববিদ্যালয় ফুটবল ট্রেনিং সেন্টারে ফিফা র্যাংকিংয়ে অনেক এগিয়ে থাকা থাইল্যান্ডের (৫৩তম) কাছে ৫–১ গোলে হার মানে র্যাংকিংয়ে ১০৪ নম্বর স্থানে থাকা বাংলাদেশ।
শুরুর দিকে প্রায় ১২ মিনিট পর্যন্ত সমানে লড়লেও অতিরিক্ত হাই-লাইন ডিফেন্সের ঝুঁকি নিতে গিয়ে প্রথম গোল হজম করে বাংলাদেশ। মাঝমাঠ থেকে রক্ষণচেরা পাস নিয়ন্ত্রণে নিয়ে অধিনায়ক সোয়ালাক পেঙ্গনাম ওয়ান অন ওয়ান অবস্থায় রুপনার পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ান। কিছুক্ষণ পর একইভাবে অফসাইড ট্র্যাপ ভাঙলেও এবার শিউলি আজিম দক্ষ ট্যাকলে দলকে রক্ষা করেন।
২৩ মিনিটে লং পাস থেকে জিরাপর্ন মঙ্গকোলদে ব্যবধান দ্বিগুণ করলে চাপে পড়ে বাংলাদেশ। তবে ২৮ মিনিটে মনিকা চাকমার কর্নারে দুর্দান্ত হেডে গোল করেন শামসুন্নাহার জুনিয়র, যা ম্যাচে ফেরার আশা জাগায়। কিন্তু রক্ষণভাগের দুর্বলতায় ৩৫ মিনিটে মাদিসন কাস্তিন ঠাণ্ডা মাথার চিপ শটে আবারও থাইল্যান্ডকে ৩–১ গোলে এগিয়ে নেন।

বিরতির পর চাপ আরও বাড়ায় স্বাগতিকরা। ৫৮ মিনিটে পেনাল্টি থেকে জিরাপর্ন ব্যবধান ৪–১ করেন। শেষ দিকে আরও আক্রমণ শানালেও রুপনা কয়েকটি নিশ্চিত গোল ঠেকান। তবে বাংলাদেশের আক্রমণভাগ চেষ্টা করেও গোলমুখে কার্যকর হতে পারেনি, ফলে প্রথম ম্যাচের মতোই হতাশাজনক পরাজয় নিয়েই শেষ হলো সফর।




