আগামী ১৮ নভেম্বর ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল আফগানিস্তান ও মিয়ানমার। তবে মিয়ানমারের আপত্তির পরিপ্রেক্ষিতে এএফসি ম্যাচটি স্থগিত করেছে। এ সংক্রান্ত আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর বাফুফে বিষয়টি নিয়ে এএফসি ও মিয়ানমার ফুটবল ফেডারেশনের কাছে আপত্তিপত্র পাঠিয়েছে।
আজ বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, “এএফসি থেকে প্রাপ্ত চিঠিতে ম্যাচ স্থগিতের কারণ হিসেবে ‘অপ্রতুল সময়’ উল্লেখ করা হয়েছে।” তবে বাফুফে এই কারণকে গ্রহণযোগ্য মনে করছে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “ফেডারেশন এই যুক্তিকে অগ্রহণযোগ্য মনে করে এএফসি ও মিয়ানমার ফুটবল ফেডারেশনের কাছে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছে।”

এএফসির ওয়েবসাইটে এখনো ১৮ নভেম্বর আফগানিস্তান-মিয়ানমার ম্যাচের ভেন্যু হিসেবে ঢাকার কিংস অ্যারেনা দেখানো হচ্ছে। যদিও বাফুফের কাছে পাওয়া তথ্যমতে, ম্যাচটি নভেম্বর উইন্ডোর পরিবর্তে আগামী ২৬ মার্চ অনুষ্ঠিত হতে পারে। সেই অনুযায়ী, বাফুফে এএফসিকে মার্চ উইন্ডোতে ম্যাচ আয়োজনের সুযোগ রাখার পাশাপাশি ভেন্যুটি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে। অর্থাৎ, বাংলাদেশ মার্চেও নিরপেক্ষ আয়োজক দেশ হিসেবে ম্যাচটি আয়োজন করতে আগ্রহী।
বাংলাদেশে প্রথমবারের মতো নিরপেক্ষ ভেন্যু হিসেবে একটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল, যা নিয়ে দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ আগ্রহ তৈরি হয়েছিল। নভেম্বর উইন্ডোর ম্যাচ স্থগিত হলেও বাফুফে এখনো আশাবাদী। তারা নিয়মিত এএফসির সঙ্গে যোগাযোগ রাখছে এবং বিষয়টি নিয়ে পররাষ্ট্র ও ক্রীড়া মন্ত্রণালয়কে অবহিত করেছে। এবার দেখার পালা এএফসি শেষ পর্যন্ত কোন সিদ্ধান্তে উপনীত হয়।




