৩০ অক্টোবর সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হলেও দল ঘোষণার আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো পাঁচ দিন পর। আজ (বুধবার) সন্ধ্যায় বাফুফে নভেম্বর উইন্ডোর জন্য ২৬ সদস্যের দল প্রকাশ করেছে। এ উইন্ডোতে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ।

চিরাচরিত নিয়ম অনুযায়ী, রিপোর্টিংয়ের আগের দিনই সাধারণত বাফুফে জাতীয় ফুটবল দলের স্কোয়াড ঘোষণা করে। তবে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা দায়িত্বে আসার পর সেই ধারাবাহিকতায় ভাটা পড়ে। গতকাল ঢাকায় ফিরেই সাংবাদিকদের জেরার মুখে পড়েন এই কোচ। পরদিনই দল ঘোষণা করে বাফুফে—যা তার সিদ্ধান্তহীনতারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন অনেকে।

প্রাথমিকভাবে ২৬ জনকে নিয়ে ক্যাম্প শুরুর কথা ছিল। সেই তালিকাই ছিল ম্যানেজার ও বাফুফে সচিবালয়ের কাছে। ৩০ অক্টোবর ক্যাম্প শুরু হওয়ার পরদিন আবাহনীর গোলরক্ষক পাপ্পু হোসেনকে অতিরিক্তভাবে ডাকা হয়। এতদিন মিডিয়া জানত, বসুন্ধরা কিংসের ১০ জন ছাড়া বাকি ১৪ ফুটবলারই অনুশীলন করছেন। আজ দল ঘোষণায় পাপ্পুর নামও আনুষ্ঠানিকভাবে এসেছে।

অক্টোবর উইন্ডোতে হংকংয়ের বিপক্ষে হোম-অ্যাওয়ে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ওই ম্যাচগুলোর ২৮ সদস্যের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন মোহামেডানের ডিফেন্ডার মেহেদী হাসান, ফরোয়ার্ড সুমন রেজা এবং ফাহমিদুল ইসলাম। ফাহমিদুল দুই কার্ডের কারণে ভারতের বিপক্ষে খেলতে পারবেন না। তাদের পরিবর্তে দলে ফিরেছেন গোলরক্ষক পাপ্পু হোসেন ও ডিফেন্ডার শাকিল হোসেন।

হেড কোচ ক্যাবরেরা আজও ১৫ জন ফুটবলার নিয়ে অনুশীলন করিয়েছেন। বসুন্ধরা কিংসের দশ খেলোয়াড় জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন ৭ নভেম্বর। দলের দুই বিদেশি বংশোদ্ভূত ফুটবলার—হামজা চৌধুরি ও শামিত সোমের ঢাকায় ফেরার কথা যথাক্রমে ১০ ও ১২ নভেম্বর।

বাংলাদেশ দল

গোলরক্ষক: মিতুল মারমা, পাপ্পু হোসেন, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ
ডিফেন্ডার: তপু বর্মণ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আব্দুল্লাহ ওমর
মিডফিল্ডার: সোহেল রানা, মো. সোহেল রানা, জামাল ভূঁইয়া, হৃদয়, কাজেম শাহ, হামজা চৌধুরি, শমিত সোম, মোরসালিন
ফরোয়ার্ড: শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, আরমান ফয়সাল আকাশ, আল আমিন, ইব্রাহীম

Previous articleক্যাবরেরা ফিরেছেন, কিংস ফুটবলার ছাড়েনি — অপূর্ণাঙ্গ স্কোয়াড নিয়ে চলছে জাতীয় দলের অনুশীলন
Next articleভারত ম্যাচের টিকিটে মূল্যবৃদ্ধি, সোমবার থেকে অনলাইনে বিক্রি শুরু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here