এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে টিকিটের দাম বাড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৮ নভেম্বর ঢাকায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এই ম্যাচের টিকিট পাওয়া যাবে আগামী সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টা থেকে অনলাইনে।

নতুন নির্ধারণ অনুযায়ী, সাধারণ গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ৫০০ টাকা। ঘরের মাঠে সর্বশেষ দুটি এশিয়ান কাপ বাছাইয়ের (সিঙ্গাপুর ও হংকং, চায়না) ম্যাচে এই গ্যালারির টিকিটের দাম ছিল ৪০০ টাকা। শুধু সাধারণ গ্যালারিই নয়, বাড়ছে অন্যান্য ক্যাটাগরির টিকিটের মূল্যও। ক্লাব হাউস-২ এর টিকিটের দাম ধরা হয়েছে ৩ হাজার টাকা, যা আগের আসরে ছিল ২ হাজার।

টিকিটের মূল্য নির্ধারণের বিষয়টি শনিবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। তিনি বলেন,
ডিমান্ড আরও বেশি। টিকিটের দাম ইচ্ছে করেই আমরা ৫০০ টাকা করেছি। ভারত আমাদের প্রতিবেশি দেশ, এখানে অনেক দর্শক আগ্রহ আছে—হাইভোল্টেজ ম্যাচ। তারপরও কিন্তু বেশি বাড়াইনি।’

ভারতের বিপক্ষে টিকিটের দাম বাড়ালেও ঘরের মাঠে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের টিকিটের দাম কম রেখেছে বাফুফে। সেই ম্যাচে সাধারণ গ্যালারি টিকিটের দাম ধরা হয়েছে ৩০০ টাকা।

Previous articleবিলম্বে ঘোষণা, ক্যাবরেরা আনলেন পরিবর্তিত দল
Next articleঅপেক্ষার অবসান, জাতীয় দলের ক্যাম্পে কিউবা মিচেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here