ঘনিয়ে আসছে নেপাল ও ভারতের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। তারই সঙ্গে বাংলাদেশ ফুটবলের দুই তারকা—হামজা চৌধুরী ও শমিত সোমের ফেরার সময়ও ঘনিয়ে এসেছে। জাতীয় দলের শক্তি বাড়াতে দুজনই আগামী দুই দিনের মধ্যে যোগ দিচ্ছেন ক্যাম্পে।

আগামীকাল (সোমবার) দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন ইংলিশ ক্লাব লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী। পরদিন (মঙ্গলবার) রাত ১২টায় ঢাকায় পৌঁছাবেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের কাভালরি এফসির ফুটবলার শমিত সোম।

আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মাঠের অনুশীলন শুরুর আগে দলের ম্যানেজার আমের খান সাংবাদিকদের সামনে হামজা ও শমিতের দেশে ফেরার সময়সূচি নিশ্চিত করেন।

এর আগে সর্বশেষ হংকং, চায়নার বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলতে ঢাকায় এসেছিলেন তাঁরা। ১৪ অক্টোবর হংকংয়ে অ্যাওয়ে ম্যাচ খেলে সেখান থেকেই নিজ নিজ ক্লাবে ফিরে যান হামজা ও শমিত।

আগামী ১৩ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। একই মাঠে ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ ভারত।

Previous articleঅপেক্ষার অবসান, জাতীয় দলের ক্যাম্পে কিউবা মিচেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here