বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী হচ্ছেন রবি আজিয়েটার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। মঙ্গলবার সকালে রাজধানীতে রবি’র প্রধান কার্যালয়ে হামজার সঙ্গে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হবে।
নেপাল ও ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে সোমবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন লেস্টার সিটির এই ফুটবলার। মঙ্গলবার সকালেই তিনি রবি’র হয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তি সম্পন্ন করার পর বিকেলে জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন।
ইংলিশ ক্লাব লেস্টার সিটির হয়ে খেলা হামজা দেওয়ান চৌধুরী এ বছরের মার্চে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন। এখন পর্যন্ত তিনি জাতীয় দলের জার্সিতে পাঁচটি ম্যাচে মাঠে নেমে দুটি গোল করেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।




