নেপাল ও ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে মঙ্গলবার থেকে পূর্ণাঙ্গ অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বসুন্ধরা কিংস অ্যারেনায় দলের সঙ্গে প্রথম অনুশীলন সেশন করেছেন ইংল্যান্ডপ্রবাসী হামজা দেওয়ান চৌধুরী। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার ডাকা ফুটবলারদের মধ্যে এখন শুধু শামিত সোমই বাকি আছেন অনুশীলনে যোগ দিতে। কানাডা প্রিমিয়ার লিগে খেলা এই মিডফিল্ডার মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকায় পৌঁছাবেন এবং নেপাল ম্যাচের আগে এক সেশন অনুশীলন করার সুযোগ পাবেন।
প্রথম অনুশীলন শেষে দলের প্রস্তুতি নিয়ে আশাবাদী শোনাল কোচ ক্যাবরেরাকে। তিনি বলেন,
‘আমাদের প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী ভালোভাবেই এগুচ্ছে। আমরা পুরো দল নিয়ে কয়েক দফা আলোচনা করেছি। মাঠে আসার আগেও একবার আলোচনা হয়েছে।’
বৃহস্পতিবার নেপালের বিপক্ষে ম্যাচ হলেও কোচের মূল লক্ষ্য ভারতের বিপক্ষে ১৮ নভেম্বরের এশিয়ান কাপ বাছাই ম্যাচ। ক্যাবরেরা বলেন,
‘আমরা শুধু বৃহস্পতিবারের ম্যাচ নিয়ে ভাবছি না। আমরা মূলত কাজ করছি ভারতের ম্যাচটিকে সামনে রেখে। আজও গুরুত্বপূর্ণ একটি সেশন হলো। শামিত বুধবার দলে যোগ দেবেন। তারপর তার অবস্থা দেখে সিদ্ধান্ত নিতে হবে। আশা করছি, দুজনই নেপালের বিপক্ষে খেলতে পারবেন।’
ভারত ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে দলকে পর্যাপ্ত গেমটাইম দিতে চান কোচ,
‘আমরা যতটা সম্ভব গেমটাইম দেবো। আমি পাঁচটি পরিবর্তন করে ১৭ জনকেই (১১+৬) ব্যবহার করার চেষ্টা করবো। ভারতের বিপক্ষে ভালোভাবে প্রস্তুত নেওয়া এবং জেতার দিকে মনোযোগ দিতে হবে। হামজার যোগ দেওয়া দলের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে।’
দলের পারফরম্যান্স ও পরিবেশ নিয়ে ক্যাবরেরা বলেন,
‘হামজার মতো খেলোয়াড়রা ইতিবাচক মনোযোগ ও প্রত্যাশা নিয়ে আসে। এই পরিবেশ এমনকি মাঝে মাঝে যে বিশৃঙ্খলা হয়, সেটিও আমরা উপভোগ করছি। সামগ্রিকভাবে এটা সবার জন্য ভালো।’
গত চার বছরে উত্থান-পতন পেরিয়ে আসা দলকে নিয়ে কোচের মন্তব্য,
‘আমরা অনেক সময় প্রশংসা পেয়েছি, আবার কখনও সমালোচনাও এসেছে। কিন্তু এখনও দলকে ঘিরে মানুষের প্রত্যাশা আছে, এটাই গুরুত্বপূর্ণ। জয়টাই এখন সবচেয়ে দরকার, যা সবাইকে শান্ত করবে।’
দর্শক ও গণমাধ্যমের প্রত্যাশা প্রসঙ্গে তিনি বলেন,
‘মানুষ দলকে কাছ থেকে দেখতে চায়, সেটা আমরা বুঝি। গণমাধ্যমের সেরা কাভারেজ পেতে সাহায্য করছি, একইসঙ্গে মাঠের পেশাদারিত্বও ধরে রাখার চেষ্টা করছি।’
নিজেকে ঘিরে সমালোচনা প্রসঙ্গে ক্যাবরেরা স্বাভাবিকভাবে নিলেন বিষয়টি,
‘সমালোচনা কাজেরই অংশ। সবাইকে সন্তুষ্ট করা কঠিন। তবে ঘরের মাঠে ভারতের বিপক্ষে জয়ই হতে পারে সমর্থকদের জন্য সেরা উপহার।’
প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া ইংল্যান্ডপ্রবাসী কিউবা মিচেল সম্পর্কে কোচ বলেন,
‘কিউবা ভালো করছে। ধীরে ধীরে তাকে এগিয়ে নিতে হবে। এখনো পুরোপুরি মানিয়ে নিতে পারেনি, কিন্তু উন্নতির ব্যাপারে সে খুব মনোযোগী এবং ইতিবাচক।’




