ঢাকার জাতীয় স্টেডিয়ামে ১৮ নভেম্বরের এশিয়ান কাপ বাছাই ম্যাচে থাকবে কড়া নিরাপত্তা।

আগামী ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এই হাইভোল্টেজ ম্যাচকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে স্টেডিয়ামে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ কে এম গোলাম মোর্শেদ খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ম্যাচটি সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে স্টেডিয়াম এলাকায় প্রবেশাধিকার নিয়ন্ত্রণ, দর্শকদের প্রবেশ সহজ করা এবং খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সেনাবাহিনী সহযোগিতা করবে।

জাতীয় দলের খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে ম্যাচের দিন তাদের চলাচলের সময় প্রোটেকশন স্কর্টের ব্যবস্থাও থাকবে। খেলা শুরু হবে সন্ধ্যা ৮টায়, তবে দর্শকদের প্রবেশের জন্য গেটগুলো খুলে দেওয়া হবে বিকেল ৩টায়। ওই সময়ের আগেই স্টেডিয়াম ও এর আশপাশে সেনা সদস্যদের অবস্থান নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। খেলা শেষে ভিভিআইপি, ভিআইপি ও সাধারণ দর্শক সবাই প্রস্থান না করা পর্যন্ত সেনা সদস্যরা দায়িত্বে থাকবেন।

ম্যাচের দিন জাতীয় স্টেডিয়ামের চারটি আউটার গেট দিয়েই দর্শক প্রবেশ করবে। অপ্রত্যাশিত ঘটনা এড়াতে এসব গেটে পর্যাপ্ত সংখ্যক সেনা সদস্য মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে।

যদিও বাংলাদেশ ও ভারত—দুই দলই ইতোমধ্যে এশিয়ান কাপ বাছাই থেকে বিদায় নিয়েছে, তবু এই ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। টিকিট বিক্রি শুরু হওয়ার মাত্র ছয় মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় সব টিকিট। ফলে গ্যালারি দর্শকে পরিপূর্ণ থাকবে বলেই ধারণা করা হচ্ছে।

চার ম্যাচে দুটি ড্র করে ২ পয়েন্ট নিয়ে বাছাই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচের পর তাদের শেষ খেলা আগামী বছরের ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে অনুষ্ঠিত হবে।

Previous articleএকাদশে নেই শমিত, আছেন জায়ান-সাদ
Next articleশেষ মুহূর্তে জয় হাতছাড়া, নেপালের সঙ্গে ড্র করল বাংলাদেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here