আবারও সেই চেনা কাহিনি—ইনজুরি টাইমে গোল হজম করে জয় হাতছাড়া করল বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুক্রবার ফিফা প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে হ্যাভিয়ের ক্যাবরেরার দল।
প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটায় স্বাগতিকরা। দলের তারকা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরীর জোড়া গোলেই এগিয়ে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৭ মিনিটে) অসাধারণ এক বাইসাইকেল কিকে সমতা ফেরান হামজা। উল্লাসে মুখর হয়ে ওঠে গ্যালারি। তিন মিনিট পর (৫০ মিনিটে) পেনাল্টি থেকে আবারও গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন এই লেস্টার সিটি-জন্মা তারকা।
এর আগে ২৯ মিনিটে রক্ষণভাগের ভুলে গোল হজম করে বাংলাদেশ—নেপালের রোহিত চাঁদ বক্সের বাইরে থেকে শট নিয়ে গোল করেন।

দ্বিতীয়ার্ধে কোচ ক্যাবরেরা পরিবর্তন আনেন—জুনিয়র সোহেল রানার বদলে মাঠে নামেন শমিত শোম। ম্যাচের শেষভাগ পর্যন্ত সব কিছুই বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু ৯০ মিনিট শেষে ইনজুরি টাইমে কর্নার থেকে বল পেয়ে নেপালের অনন্ত তামাং ব্যাক হিলে গোল করে গোলরক্ষক মিতুল মারমাকে পরাস্ত করেন।

শেষ মুুহূর্তে গোল হজম করে ম্যাচ হারা কিংবা পয়েন্ট হারানো বাংলাদেশের নতুন কিছু নয়। ৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে ৩-৩ গোলে সমতা আনার পরও ইনজুরি সময়ে গোল খেয়ে ম্যাচ হেরেছিল। এক মাস পর প্রীতি ম্যাচেও সেই একই পুনরাবৃত্তি।
২৫ মার্চ ভারতের শিলংয়ে বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ খেলেন হামজা। ৪ জুন ভুটানের বিপক্ষে ঢাকায় প্রীতি ম্যাচে হামজা বাংলাদেশের হয়ে প্রথম গোল করেন। ৯ অক্টোবর ঢাকায় হংকং ম্যাচে দুর্দান্ত ফ্রি কিকে করেছিলেন নিজের দ্বিতীয় গোল। আজকের জোড়া গোলে হামজার গোল সংখ্যা ৪ আর ম্যাচ ৫।

আজকের ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় কিউবা মিচেলের। তাকে কোচ ৮০ মিনিটে হামজার পরিবর্তে নামান। সিঙ্গাপুর ম্যাচের মতো আজকের ম্যাচেও খেলোয়াড় পরিবর্তন নিয়ে সিদ্ধান্তহীনতায় ছিলেন ক্যাবরেরা। প্রীতি ম্যাচ হওয়ায় দুই দলের সম্মতিতে ছয় জন ফুটবলার পরিবর্তন করা যায়। বাংলাদেশ দ্বিতীয়ার্ধে ছয় জন ফুটবলার পরিবর্তন করেছেন। দুই সোহেল রানা, জামাল, ফাহিম, হামজা ও জায়ানকে উঠিয়ে নেন কোচ। এর মধ্যে জায়ান ও হামজার হালকা চোট দেখা গেছে। তবে শেষ খবর পর্যন্ত ইনজুরি বেশি সিরিয়াস না৷ ভারত ম্যাচে তারা খেলতে পারবে৷
১৮ নভেম্বর ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।




