শমিত শোমকে নিয়ে ভারতের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন চোট থেকে ফেরা মিডফিল্ডার শেখ মোরসালিনও। জায়গা হারিয়েছেন জামাল ভূঁইয়া ও জুনিয়র সোহেল রানা।
প্রত্যাশিতভাবেই খেলছেন হামজা চৌধুরী। দেশের জার্সিতে এটি তাঁর সপ্তম ম্যাচ। আগের ম্যাচে নেপালের বিপক্ষে জোড়া গোল করেন তিনি। আজকের ম্যাচেও তার দিকে তাকিয়ে বাংলাদেশ।
জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।
ভারতের বিপক্ষে বাংলাদেশের এই ম্যাচটি এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের। ‘সি’ গ্রুপ থেকে প্রথম দেখায় গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। ভারতের শিলংয়ে হওয়া ওই ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজা চৌধুরীর।
বাংলাদেশ দলের একাদশ:
গোলরক্ষক:
মিতুল মারমা।
রক্ষণভাগ: তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ ও সাদ উদ্দিন।
মধ্যমাঠ: হামজা চৌধুরী, সোহেল রানা (অধিনায়ক), শমিত শোম ও শেখ মোরসালিন।
আক্রমণভাগ: রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।




